কলকাতা, 3 ডিসেম্বর: চার রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশ্যে আসার পরেই রাজ্যের শাসক দলকে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর মতে, এই রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এখন সময়ের অপেক্ষা। যে ফল অন্য রাজ্যগুলিতেও হচ্ছে। আগামী লোকসভা নির্বাচন মোদি সুনামি আসবে বলেও দাবি করেছেন শুভেন্দু। আর তারই পালটা এদিন শুভেন্দু অধিকারীকে পালটা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর স্পষ্ট বক্তব্য, "চার রাজ্যের ভোটের ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনও প্রভাব ফেলবে না। অতএব বিজেপির এই উল্লাস বাংলায় কাজে আসবে না। এই ফলাফলের পর কংগ্রেস যে বিজেপির সঙ্গে লড়াই করতে পারবে না, তাই প্রমাণিত হল ৷ ফলে দেশে আরও প্রাসঙ্গিক হল মমতা মডেল ৷"
এদিন দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কুণাল ঘোষ। তিনি বলেন, "মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে বিজেপির যে ফলাফল আজ দেখা যাচ্ছে, কোনওভাবেই এই প্রবণতা লোকসভা নির্বাচনে দেখা যাবে না। এখানে কংগ্রেস একা চলতে গিয়ে বা একক শক্তির পরীক্ষা দিতে গিয়ে ব্যর্থ হয়েছে। লোকসভা নির্বাচনে সামগ্রিকভাবে ইন্ডিয়া জোটের একটা জোশ কাজ করবে। যার ফল পাবে অবশ্যই ইন্ডিয়া জোট।"
একইভাবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, "এ রাজ্যে পাঁচ রাজ্যের ভোটের ফল প্রভাবহীন। কারণ এটা প্রমাণিত গোটা দেশে বিজেপির সঙ্গে লড়াই করে কেউ যদি তাদের হারাতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক স্কিম গুলি সেগুলি এখন গোটা দেশের সরকারগুলি নকল করছে। সেগুলি কাজ করবে না। কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে সেখানে আর নকলের প্রয়োজন পড়বে না।" বিভিন্ন রাজ্যে খারাপ ফলাফলের জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন কুণাল ঘোষ। ব্যক্তিগত অন্তর্দ্বন্দ্ব, দলীয় দুর্বলতা জোট বন্ধুদের গুরুত্ব না-দেওয়া এগুলিই এই ভরাডুবির পেছনে রয়েছেন বলে মনে করছেন তিনি। এগুলি মানতে হবে কংগ্রেসকে।
এদিন কুণাল বলেন, "2021-এর বিধানসভা নির্বাচনে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। সব শক্তি লাগিয়ে দিয়েও এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে ব্যর্থ বিজেপি। এটা কংগ্রেসকে বুঝতে হবে বিজেপিকে সামলানোর প্রাথমিক দায়িত্ব কংগ্রেস নিতে পারবে না।" তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে উন্নয়ন দিয়ে মানুষের মন জয় করেছেন একইসঙ্গে বিজেপিকে হারিয়ে রাজনৈতিকভাবে তাদের সঙ্গে লড়াই করা যায় এটা দেখিয়ে দিয়েছেন ফলে আগামিদিনে গোটা দেশে মমতা মডেলই স্বীকৃত হবে ৷"
আরও পড়ুন:
- মোদির নেতৃত্বকে সমর্থন আর কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করেছে মানুষ: বিজেপি
- এবার মোদি সুনামির অপেক্ষায় বাংলা, বিধানসভা ভোটে বিজেপি'র সাফল্যে হুংকার শুভেন্দুর
- মধ্যপ্রদেশে বিজেপির তুখোড় ব্যাটিং, ম্যাজিক দেখাল 'লাডলি বেহেনা'!