কলকাতা, 11 এপ্রিল: "রাজভবনের জনসংযোগের চেষ্টা রাজ্য়ের নির্বাচিত সরকারের বিরুদ্ধে যদি ব্যবহৃত হয়, একমাত্র তাহলেই আপত্তি করবে তৃণমূল কংগ্রেস ৷" মঙ্গলবার এই ভাষাতেই রাজভবনে আয়োজিত হতে চলা বাংলা বর্ষবরণের অনুষ্ঠান সম্পর্কে প্রতিক্রিয়া দিলেন শাসকদলের প্রতিনিধি ৷ একইসঙ্গে রাজভবনকে 'জন রাজভবন'-এ রূপান্তরিত করা নিয়ে কটাক্ষের সুরও শোনা গেল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের গলায় ৷ তাঁর প্রশ্ন, "আগে কি রাজভবন বন রাজভবন ছিল ?"
আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে রাজভবনের তরফে 'হেরিটেজ ওয়াক' নামে একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে ৷ এই কর্মসূচির আওতায় রাজভবনকে 'জন রাজভবন'-এ রূপান্তরিত করা করা হবে ৷ বছরের প্রথম দিন রাজ্যের সাংবিধানিক প্রধানের বাসভবনকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে ৷ রাজভবনে থাকা কিছু দুর্লভ ও ঐতিহাসিক জিনিস সাধারণ মানুষ ওই দিন দেখতে পাবেন ৷ এদিন এই বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "রাজভবনে অনুষ্ঠান কোনও নতুন বিষয় নয় ৷ অতীতেও বহু রাজ্যপালের সময় নানা অনুষ্ঠান হয়েছে ৷ সাধারণ মানুষও তার সাক্ষী থেকেছেন ৷ আগে কি ওটা বন রাজভবন ছিল ! ওটা জন রাজভবনই ছিল ৷ আসলে এখানে নিরাপত্তার বিষয় জড়িয়ে রয়েছে ৷" অর্থাৎ নিরাপত্তার কারণেই রাজভবনে সাধারণের প্রবেশের উপর নিয়ন্ত্রণ রয়েছে বলে স্পষ্ট করে দেন কুণাল ৷