কলকাতা, 17 এপ্রিল: ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে কটাক্ষের আঙুল তুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও সিবিআই থেকে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এরপরেই বিচারকের ভূমিকা নিয়ে সোমবার সাংবাদিক বৈঠকে বেলাগাম মন্তব্য করতে শোনা গিয়েছে কুণাল ঘোষকে।
সোমবারই সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের পরও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে সিবিআই। সেই নোটিশ প্রসঙ্গে ইতিমধ্যেই টুইটারে ক্ষোভ উগরে দিয়েছেন অভিষেক । এরপরেই সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।
তিনি বলেন, "মাননীয় মিস্টার গাঙ্গুলি, বিচারব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা মানি, কোর্ট আছে বলে সমাজ দাঁড়িয়ে আছে। এতজন বিচারপতি নীরবে কাজ করে যাচ্ছেন। আর একজন চেয়ারকে মিস ইউস করে, ব্যক্তিগত প্রচারের স্বার্থে রাজনৈতিক বার্তা দিচ্ছেন। বিচারপতি বলছেন মাথাকে ধরতে হবে। কংগ্রেস, সিপিএম, বিজেপিও তাই বলছে। তাহলে তাঁদের বিবৃতির যে মিল পাওয়া যাচ্ছে, তাঁকে কেন দালাল বলব না? আপনার ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। বিজেপি, সিপিএম, কংগ্রেসের ভাষার সঙ্গে আপনার কথা কীভাবে মিলে যাচ্ছে ? যদি আপনি অন্যের পরীক্ষা নিতে চান, তাহলে আগে নিজে অগ্নিপরীক্ষা দিন। আপনার কথাটা বিকাশবাবু বলছেন নাকি, আপনাকে আপনার আইনের গুরুদেব বিকাশবাবুই এগুলো শিখিয়ে দিচ্ছেন ?"
আরও পড়ুন: আমাকে হেনস্থা করতে মরিয়া বিজেপি আদালত অবমাননার মুখে ফেলেছে সিবিআই-কে: অভিষেক
প্রসঙ্গত, অভিষেক এবং কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত। কুন্তল ঘোষের চিঠি নিয়ে এমনই কড়া পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সিবিআই এবং ইডির দুজনেরই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছিলেন বিচারপতি। তবে এবারই প্রথম নয়, এর আগেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করে একাধিক মন্তব্য করতে শোনা গিয়েছিল কুণাল ঘোষকে। এছাড়াও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁর শহিদ মিনারের সভা থেকে বিচার ব্যবস্থায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন।