শিলং, ১০ ফেব্রুয়ারি : শিলঙে CBI অফিসে পৌঁছালেন কুণাল ঘোষ। আজ তাঁকে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।
শিলঙে CBI অফিসে কুণাল ঘোষ - kolkata
শিলঙে CBI অফিসে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।
![শিলঙে CBI অফিসে কুণাল ঘোষ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2410034-944-eff80e43-cde0-4ad3-8110-1e7fb9d3090d.jpg)
কুণাল ঘোষ
কুণাল ঘোষ বলেন, "CBI-র তরফে আজ শিলঙের অফিসে আসতে বলা হয়েছিল। তাই এসেছি। আমি তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছি।"