পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Ghosh: 'মিঠুনদার ফ্লপ অভিনয়', প্রজাপতি বিতর্কে নয়ামাত্রা যোগ কুণালের

বাংলা ছবি 'প্রজাপতি' নন্দনে মুক্তি পায়নি। আর তা নিয়েই লাগাতার বিতর্ক চলছে বিভিন্ন মহলে । গেরুয়া শিবিরের রাজ্য নেতারা আবার এর নেপথ্যে রাজনৈতিক কারণ খুঁজে পেয়েছেন । তাঁদের মনে হয়েছে, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন বলেই এমন আচরণ । এবার তা নিয়ে মুখ খুললেন কুণাল (kunal Ghosh Commented About Bengali Movie Prajapati)।

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 27, 2022, 8:28 AM IST

Updated : Dec 27, 2022, 9:09 AM IST

কলকাতা, 27 ডিসেম্বর: দেব-মিঠুনের বাংলা ছবি 'প্রজাপতি' নন্দনে মুক্তি না পাওয়া নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। বিজেপির দাবি, মিঠুন চক্রবর্তী অভিনয় করেছেন বলেই নন্দনে সিনেমাটি মুক্তি পায়নি। কারণ রাজ্য রাজনীতির বর্তমান সমীকরণে মিঠুন চক্রবর্তী বিজেপির অন্যতম সেলেব মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একাধিক প্রসঙ্গে সুর চড়িয়েছেন তিনি। পঞ্চায়েত নির্বাচনে তাঁকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন অংশে প্রচারের পরিকল্পনাও সেরে রেখেছে বিজেপি । এই বিতর্কে নয়ামাত্রা যোগ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর মতে, মিঠুন চক্রবর্তীর অভিনয়ের জন্যই 'প্রজাপতি' সিনেমাটি ফ্লপ (TMC Leader Kunal Ghosh Criticized Mithun Chakraborty)।
অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রতিবারই মন জয় করে নেন দর্শকদের। বাংলার আপামর দর্শকের কাছে তিনি কখনও 'দাদা' কখনও 'মহাগুরু'। তাছাড়া কয়েক দশক আগে মুক্তি পাওয়া মৃগয়ার পর আবারও একসঙ্গে মমতাশঙ্কর ও মিঠুন চক্রবর্তীকে এক ফ্রেমে পেয়েছেন দর্শকরা। এই সিনেমার অন্যতম প্রযোজক দেব। মিঠুন চক্রবর্তীর ছেলের ভূমিকায় তাঁকে অভিনয়ও করতে দেখা গিয়েছে সিনেমায়। ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে চলছে এই সিনেমা। কিন্তু এই সিনেমাটি নন্দনে মুক্তি পায়নি। সেই নিয়ে টুইট করেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। তবে বিজেপি পক্ষ থেকে একাধিক মন্তব্য করেন দিলীপ ঘোষ থেকে রাহুল সিনহার মতো নেতারা। তাঁদের মতে, নন্দনকে শাসক দল নিজেদের পৈতৃক সম্পত্তিভাবে । আর তাই তাদের বিরোধিতা করেন বলেই মিঠুনের ছবি ওখানে মুক্তি পেতে দেওয়া হয়নি।

এই আবহেই টানা সমালোচনার পালটা দিলেন কুণাল। তিনি বলেন,"আমি তো শুনেছি, দেব বেচারা মুখে বলতে পারছে না! ওঁর তো মিঠুনদাকে নেওয়াটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গিয়েছে। দেব বেচারা একটা সুন্দর ছবি করতে গেল, কিন্তু মিঠুনদার অভিনয় ফ্লপ ! ওখানে যদি পরাণ বন্দ্যোপাধ্যায় থাকতেন তাহলে ফাটাফাটি হত। ওই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে। ওঁকেও একটু বলতে হচ্ছে। মিঠুনদাকে ১০ গোল দিয়ে দিয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ছবিটা টানাবার জন্য হয়ত কোনও বিতর্ক তোলার চেষ্টা করছে বিজেপি। বলতে পারব না।"

আরও পড়ুন: মিঠুনের সঙ্গে যোগাযোগ রাখেন বলে কোণঠাসা দেব, কটাক্ষ দিলীপের

Last Updated : Dec 27, 2022, 9:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details