কলকাতা, 3 জানুয়ারি : এবার করোনায় আক্রান্ত তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ সংক্রমণ বেশি থাকায় চিকিৎসকদের পরামর্শ মতো তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে (Kunal Ghosh hospitalised after testing positive for covid 19) ৷ গলা ব্যথা, মাথাব্যথার মতো করোনার সবরকম উপসর্গ তাঁর রয়েছে বলে জানা গিয়েছে ৷
আজ বিকেলে টুইট করে নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানান তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ৷ সেই টুইটে তিনি লেখেন, "আমি করোনায় আক্রান্ত ৷ নিজেকে আইসোলেশনে রেখেছি ৷ চিকিৎসকদের পরামর্শ নিচ্ছি ৷ অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হতে পারি ৷" তিনি জানান, করোনা ভ্যাকসিনের দু‘টি ডোজ় নিয়েছেন তিনি ৷ তা সত্ত্বেও করোনায় আক্রান্ত হয়েছেন ৷ করোনার উপসর্গগুলি বেশ প্রকট ৷
আরও পড়ুন : Covid cases Spike in kolkata hospitals : দুই মেডিক্যাল কলেজে চিকিৎসক সহ শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত
রাতের দিকে অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয় কুণাল ঘোষকে ৷ সেই খবরও তাঁর টুইটার থেকে জানা গিয়েছে ৷ লিখেছেন, কোভিড সংক্রমণের মাত্রা বেশি হওয়ায় চিকিৎসকের নির্দেশ অনুযায়ী হাসপাতালে ভর্তি হলাম ৷
গত কয়েক দিন ধরে রাজ্যে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ পয়লা জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ৷ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ৷ দিনকয়েক আগে কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদের সদস্য স্বপন সমাদ্দার করোনা আক্রান্ত হয়েছেন । আজ করোনা আক্রান্ত হয়েছেন কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমার । সেইসঙ্গে মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং 32নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুও করোনা পজিটিভ ৷