কলকাতা, 23 জুলাই:দায় ঝাড়ল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ 20 কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । যা নিয়ে শোরগোল রাজনৈতিক মহলে (AITC Spokesperson Kunal Ghosh denies any relation between TMC and Partha close Arpita Mukherjee) ৷ অথচ পার্থ ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার বিপুল ধনরাশির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই, জানালেন দলের মুখপাত্র কুণাল ঘোষ ।
শিল্পমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে ইডি 20 কোটি টাকা উদ্ধারের পর এদিন একটি টুইট করেন কুণাল ঘোষ ৷ সেখানে তিনি লেখেন, "ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের । কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে । যথাসময়ে বক্তব্য জানাবে ।"
অথচ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ৷ এমনকী অর্পিতা-পার্থ একসঙ্গে ঘাসফুলের প্রচারে বেরিয়েছেন, সে ছবিও পোস্ট করেছে নেটিজেনরা ৷ পার্থ চট্টোপাধ্যায় এখন শিল্পমন্ত্রী ৷ সে নিয়েও মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে নেটনাগরিকরা ৷ 21 জুলাইয়ের শহিদ দিবসে ধর্মতলায় রেকর্ড ভিড়ের দাবি করেছে তৃণমূল কংগ্রেস ৷ তারপরই এমন কাণ্ডে স্বভাবতই অস্বস্তিতে দল ৷