পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Karar Oi Louho Kapat: 'গানটিকে অবিলম্বে সরান', 'কারার ঐ লৌহকপাট' নিয়ে সরব কুণাল ঘোষ - Kunal Ghosh demands removal of Karar Oi

কাজী নজরুল ইসলামের 'কারার ঐ লৌহকপাট' গানটির মূল সুরই পালটে দিয়েছেন সুরকার এ আর রহমান ৷ এ নিয়ে তুমুল বিতর্ক চলছে দেশে ৷ সঙ্গীতশিল্পীরা ইতিমধ্যে তাঁর সমালোচনা করেছেন ৷ এবার কুণাল ঘোষ গানটিকে সরানোর দাবি তুললেন ৷

ETV Bharat
এ আর রহমান কাজী নজরুল ইসলামের গানের সুর বদলে বিতর্ক তৈরি করেছেন

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 2:09 PM IST

কলকাতা, 12 নভেম্বর: কাজী নজরুল ইসলামের লেখা 'কারার ঐ লৌহকপাট' গানটিকে নয়া রূপে ব্যবহার করে বিতর্কে জড়িয়েছেন এ আর রহমান। 'পিপ্পা' ছবিতে এই গানটিকে তিনি যেভাবে দর্শকদের সামনে হাজির করিয়েছেন তা পছন্দ হয়নি অনেকের ৷ তাঁর সুর দেওয়া গানটিকে নিয়ে রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে ৷ বিদ্রোহী কবির পরিবার তো বটেই, এমনকী বাংলার তাবড় শিল্পীকুলও এই গানের সুর নিয়ে রহমানের তীব্র সমালোচনা করেছেন ৷ এবার এই গানের সুর নিয়ে সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷

কুণাল সোশাল মিডিয়ায় লিখেছেন, "'কারার ঐ লৌহকপাট' গানটির এই বিকৃতি মানা যায় না ৷ সুরকার যত প্রতিষ্ঠিতই হন না কেন ৷ সংশ্লিষ্ট ছবির প্রযোজক, নির্মাতারা গানটিকে অবিলম্বে ছবি থেকে সরান ৷ গানের স্বাধীনতার নামে এটা চলতে পারে না ৷ মূল সুর এবং ভাব অটুট রেখে তাঁরা গানটি ফেরাতে পারেন ৷ কিন্তু যেটা চলছে, সেই ছেলেখেলা অসহ্য ৷"

তাঁর দাবি, সংশ্লিষ্ট ছবির প্রযোজক, নির্মাতারা, গানটিকে অবিলম্বে ছবি থেকে সরান ৷ প্রসঙ্গত নিজের এক্স হ্যান্ডেলের পাশাপাশি এই পোস্টটিকে তিনি সোশাল মিডিয়ার ফেসবুকেও পোস্ট করেছেন ৷ বিগত কয়েক দিন ধরে বিশিষ্ট পরিচালক এ আর রহমানের এই গানটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গিয়েছে ৷

ইতিমধ্যে এ আর রহমানের 'কারার ঐ লৌহকপাট' গানের কড়া সমালোচনা করেছেন সুরকার দেবজ্যোতি মিশ্র, পণ্ডিত অজয় চক্রবর্তী ৷ তিনি বলেন, "সামাজিক মাধ্যমে বলে কী হবে! ব্যাপারটা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে জানাতে হবে ৷" ক্ষোভ প্রকাশ করেন, কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণও ৷ রহমানের কড়া সমালোচনা করে তিনি বলেন, "নজরুল ইসলামের গানকে বিকৃত করার সাহস কী করে হয় ৷ মা কখনওই প্রযোজনা সংস্থাকে এই গানের সুর বদলানোর অনুমতি দেননি ৷"

ABOUT THE AUTHOR

...view details