পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Teacher Recruitment Scam: 'দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?' তোপ কুণালের - দিলীপ ঘোষ

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) এবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) গ্রেফতারির দাবি তুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ কেন একথা বললেন তিনি ?

Kunal Ghosh demanding immediate arrest of Dilip Ghosh in Teacher Recruitment Scam
Teacher Recruitment Scam: 'দিলীপ ঘোষকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?' তোপ কুণালের

By

Published : Nov 12, 2022, 5:36 PM IST

কলকাতা, 12 নভেম্বর: "শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রসন্ন রায়কে মিডল ম্যান বলা হলে দিলীপ ঘোষকে গ্রেফতার করা হচ্ছে না কেন ?" শনিবার সাংবাদিক বৈঠকে এই প্রশ্নই তুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Teacher Recruitment Scam) নাম জড়িয়েছে প্রসন্ন রায়ের ৷ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chaterjee) 'ঘনিষ্ঠ' এই ব্যক্তিকে বলা হচ্ছে 'মিডল ম্যান' ! এদিকে, ঘটনাচক্রে তাঁর বাড়ি থেকেই উদ্ধার করা হয়েছে বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) সম্পত্তির দলিল ! যে কথা সংবাদমাধ্যমের সামনে স্বীকারও করে নিয়েছেন দিলীপ ৷ এরই প্রেক্ষিতে এবার দিলীপকে গ্রেফতারের দাবি তুললেন কুণাল ৷

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, "নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ধৃত প্রসন্ন রায়, যাঁকে 'লিংক ম্যান' বলা হচ্ছে, তাঁর বাড়ি থেকে বিজেপি-এর জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের দলিল উদ্ধার হয়েছে ৷ সিবিআই এই নথি জোগাড় করার পরও প্রথমে আদালতে জমা দেয়নি ! যখন বিপরীত পক্ষের আইনজীবী এই নিয়ে প্রশ্ন তোলেন, তখনই তড়িঘড়ি সিবিআই সেই 'সিজার লিস্ট' আদালতে জমা দেয় ৷ যে ব্যক্তি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছেন, শেষমেশ কি না তাঁরই দলিল উদ্ধার হল ! কেন ? আমরা লক্ষ্য করছি, 'সিজার লিস্ট' তৈরি করার পর তা গোপন করার চেষ্টা করছে সিবিআই ৷ তৃণমূল কংগ্রেসের স্পষ্ট দাবি, অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে ৷ কথায় কথায় যাঁদের প্রতি সন্দেহ হচ্ছে, তাঁদের নোটিশ পাঠিয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হলে, দিলীপ ঘোষকে কেন তা করা হবে না ? আমরা চাই, প্রসন্ন রায়ের মুখোমুখি দিলীপ ঘোষকে বসিয়ে জেরা করা হোক ৷ এক্ষেত্রে ইডি-কেও পদক্ষেপ করতে হবে ৷"

আরও পড়ুন:দিলীপকে হাফপ্যান্ট জীবনের রাজনীতির ইতিহাস পড়ার পরামর্শ কুণালের

এদিনের সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষের সঙ্গে ছিলেন জয়প্রকাশ মজুমদার ৷ তিনি বলেন, "আমরা দেখছি, অন্যদের ক্ষেত্রে বারবার সিবিআই বেনামী সম্পত্তির কথা বলছে ৷ আমরা জানতে চাই, এই যে দিলীপ ঘোষের নামে একটা জিনিস পাওয়া গেল, তাহলে কি তাঁর বা তাঁর দলের অন্য নেতাদেরও বেনামী কিছু আছে ? আগে এই বিষয়টা পরিষ্কার করুক সিবিআই ৷ আদালতে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে তারা ৷ আমরা ভুলে যাব না, 2019 সালে দিলীপ ঘোষের আপ্তসহায়ক গৌতম চট্টোপাধ্যায় আসানসোল স্টেশনে 1 কোটি টাকারও বেশি নগদভর্তি ব্যাগ-সহ ধরা পড়েছিলেন ৷ তখন জাতীয় নির্বাচন কমিশন আইন-শৃঙ্খলা দেখছিল ৷ তারাই ছিল আইনের মালিক ৷ কীভাবে সেই কেস জলের তলায় চলে গেল, তা কেউ জানে না ৷ এছাড়াও দিলীপ ঘোষের আরও একজন আপ্তসহায়কয়ের নাম কয়লা ও গরুপাচার কাণ্ডে জড়িয়েছে ৷ এই বিষয়টাও ইডি, সিবিআই-কে খতিয়ে দেখতে হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details