পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kaliaganj Murder Case: কালিয়াগঞ্জে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ তৃণমূল, নিন্দায় মুখপাত্র কুণাল - kunal ghosh criticized

কালিয়াগঞ্জে নাবালিকার দেহ নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ পুলিশের ভূমিকায় তৃণমূল যে যথেষ্ট ক্ষুব্ধ তাও কুণাল ঘোষের বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গিয়েছে ৷

Etv Bharat
নিন্দা কুণালের

By

Published : Apr 22, 2023, 8:22 PM IST

নিন্দা কুণালের

কলকাতা, 22 এপ্রিল: কালিয়াগঞ্জে যেভাবে মৃত নাবালিকার দেহ টেনে-হিঁচড়ে নিয়ে গিয়েছে পুলিশ, তার তীব্র নিন্দা করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ৷ পুলিশের ভূমিকায় তৃণমূল যে যথেষ্ট ক্ষুব্ধ, তাও কুণাল ঘোষের বক্তব্যে স্পষ্ট ৷ শনিবার কুণাল ঘোষ বলেন, "পুলিশ যেভাবে নাবালিকা মেয়ের দেহ নিয়ে গিয়েছে তা দুঃখজনক। এই ভিডিয়ো এবং দৃশ্য অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷"

শুক্রবার কালিয়াগঞ্জে নাবালিকার দেহ উদ্ধার করতে গিয়ে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের মুখে পড়ে পুলিশ প্রশাসন ৷ মৃতদেহ আগলে রাস্তা অবরোধ করেন এলাকাবাসীরা ৷ প্রথমবার দেহ উদ্ধার করতে না-পেরে ফিরেও যেতে হয় পুলিশকে ৷ পরে বিশাল পুলিশ বাহিনী এবং ব়্যাফ নামে এলাকায় ৷ যার জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ৷ মুহুর্তে পুলিশকে লক্ষ্য করে উড়ে আসতে থাকে পাথর, ইট ৷ পুলিশের দাবি, উত্তপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে এবং এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে লাঠিচার্জ পরে কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিশ ৷ ওইদিনের একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিক্ষোভের মাঝেই মৃত ওই নাবালিকার দেহকে এলাকা থেকে চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যাচ্ছে কয়েকজন পুলিশকর্মী ৷ এই ভিডিয়ো সামনে আসতেই তোলপাড় হয় রাজ্য-রাজনীতি ৷ ঘটনায় রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশনও ৷

এবার ঘটনায় কড়া নিন্দা করে বিজেপিকেও কাঠগড়ায় তুলল তৃণমূল ৷ এদিন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "যে ঘটনা ঘটেছে তা দুর্ভাগ্যের ৷ আমরা এর তীব্র নিন্দা করছি৷ কিন্তু পুলিশ দেহ নিয়ে দৌড়চ্ছে কেন? কী কারণে পুলিশ এটা করল? যারা পুলিশকে তাড়া করছে তারা কারা? কারা এর পিছনে আছে তাও তদন্ত করে বের করতে হবে ৷" এর আগে অবশ্য উত্তর দিনাজপুরের তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের গলাতেও ঘটনার নিন্দা শোনা গিয়েছেল ৷

আরও পড়ুন: ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ ! পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পালটা ফাটানো হল কাঁদানে গ্যাস

এরপরই সরাসরি ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছে তৃণমূল ৷ তাঁর কথায়, "তদন্তের আগেই বিজেপির লোকেরা সেখানে তোলপাড় করে একটা অস্থির অবস্থা তৈরি করছে ৷" পালটা অবশ্য তৃণমূলকে বিঁধেছে বিজেপি ৷ এদিন ঘটনাস্থলে গিয়ে নাবালিকা খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ প্রয়োজনে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details