পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Ghosh On Adhikari Family: প্রাক্তন হওয়ার আগে ঘুরে দেখা, শিশির-দিব্যেন্দুর নতুন সংসদ ভবনে যাওয়া নিয়ে কটাক্ষ কুণালের

দলের নির্দেশ উপেক্ষা করেই রবিবার দিল্লিতে নয়া সংসদ ভবনের উদ্বোধনে গিয়েছিলেন দুই তৃণমূল সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী ৷ এই নিয়ে তাঁদের কটাক্ষ করলেন কুণাল ঘোষ ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : May 29, 2023, 10:46 PM IST

কলকাতা, 29 মে:রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছিল তৃণমূল কংগ্রেস-সহ দেশের কুড়িটি বিরোধী রাজনৈতিক দল । অথচ, খাতায়-কলমে এখনও তৃণমূলে থাকা দুই সাংসদ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । বলা ভালো আনন্দের সঙ্গেই নতুন সাংসদ ভবন ঘুরে দেখেছেন 'বাপ-বেটা'। যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা ৷ কথা হচ্ছে রাজ্যের বিরোধা দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারীর ৷ রবিবার নয়াদিল্লিতে তাঁরা 2 জনেই হাজির ছিলেন ৷

এই প্রসঙ্গে, ওই দুই সাংসদকে কটাক্ষ করেছে তৃণমূল ৷ সোমবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন,"দু'জনেই আগামী ছয় মাস পর প্রাক্তন হয়ে যাবেন, তাই দিল্লি ঘুরে এলেন ৷" রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ৷ তৃণমূলের টিকিটে জেতা এই দুই জনপ্রতিনিধি অনুষ্ঠান শেষে ঘুরে দেখেন নতুন সংসদ ভবন ৷

সেই ছবি ও ভিডিও প্রকাশ পেতেই সমালোচনার ঢেউ উঠেছে । হিসেব মতো তাঁরা দলীয় নির্দেশ অমান্য করেছেন । অধিকারী পরিবারের এই দুই সদস্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখাও করেছেন বলে খবর । এদিন এই বিষয়ে কুণাল ঘোষ বলেন,"আসলে দুজনেই প্রাক্তন সাংসদ হয়ে যাবেন । তাই, শেষ বারের মতো দেখে নিতে গিয়েছেন । বিজেপিকে খুশি করতে গিয়েছেন ।" তাঁর কথায়, তৃণমূলের প্রতীকে জিতে সাংসদ হয়েছেন এই দু'জন, এখন বিশ্বাস ঘাতকতা করছেন ।

আরও পড়ুন: 'আমি তৃণমূলেরই লোক, জেলা থেকে কংগ্রেস মুছে যাবে', ঘাসফুলে নাম লিখিয়েই বাইরন উবাচ

কুণালের কথায়,"এতদিন আমরা জানতাম একজন বিশ্বাসঘাতক আছেন । এখন দেখছি আরও দু'জন । তৃণমূলের আবেগে জিতে, তৃণমূলের শহীদদের রক্তে জিতে, পরিবারের আরও কে কে এই বিশ্বাস ঘাতকের দলে আছে তার পরিচয় দিচ্ছে । ওনারা তো সাহস করে বলে দিতে পারেন বিজেপিতে আছি । ইস্তফা দিয়ে তো নতুন করে সাংসদ হতে পারে । এতদিন দু নৌকায় পা দিয়ে চলছেন । এখন আবার বড় বড় কথা । বিজেপির দোকানে কেনাকাটা করতে যাচ্ছে ।"

আরও পড়ুন: দিদি দল ভাঙানোর খেলায় সিদ্ধহস্ত, বাইরন 'হাত' ছাড়ায় আক্রমণ অধীরের

উল্লেখ্য, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা ও ভাই শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী খাতায় কলমে আজও তৃণমূলের সাংসদ । কিন্তু বিজেপির সঙ্গেই তাদের ওঠাবসা এখন । অন্তত, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর বাবা ও ভাইয়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয় ৷

ABOUT THE AUTHOR

...view details