পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Slams Governor: রাজধর্ম পালন থেকে বিচ্যুত হয়েছেন রাজ্যপাল: কুণাল ঘোষ - Panchayat Elections 2023

পঞ্চায়েত নির্বাচন ইস্যুতে বিরোধী রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক নিয়ে রাজ্যপালকে একহাত নিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ ৷

ETV Bharat
রাজ্যপাল ও কুণাল ঘোষ

By

Published : Jun 29, 2023, 10:01 PM IST

Updated : Jun 30, 2023, 7:29 AM IST

কলকাতা, 29 জুন: রাজ্য-রাজভবন সংঘাত অব্যাহত । বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির সার্কিট হাউসে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বৈঠক শেষে চড়া গলায় রাজ্যপালকে বলতে শোনা যায়, "গণতন্ত্রের পাহারাদারদের হাতে যেন গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা না বাজে । সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে । রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন করানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ এরপরেও বেশ কিছু জায়গায় সন্ত্রাস ও খুনের রাজনীতি চলছে ।"

বৃহস্পতিবার এই বিষয়ে বলতে গিয়ে রাজ্যপালের কড়া সমালোচনা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, "রাজধর্ম পালন থেকে বিচ্যুত হয়েছেন রাজ্যপাল। কার্যত বিজেপি'র দলদাসের ভূমিকা পালন করছেন সিভি আনন্দ বোস।" রাজ্যপালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তোলেন কুণাল ।

রাজ্যের বিভিন্ন অশান্তি নিয়ে ধারাবাহিকভাবে রাজ্যপাল যে সমস্ত মন্তব্য করছেন সে বিষয়ে মুখ খোলেন কুণাল। এদিন তিনি বলেন, "নির্বাচনের মুখে রাজ্যপাল বিরোধীদের হাত শক্ত করতে এই ধরনের একটা বিকৃত আচরণ করছেন । 73 হাজার বুথের মধ্যে 5-6টি বুথে বিরোধীরা গন্ডগোল করছে। তৃণমূলের রক্ত ঝরছে। রাজ্যপাল এখনও তৃণমূলের কোনও নিহত কর্মীর বাড়িতে যাওয়ার প্রয়োজন বোধ করেননি। পাহাড়ে বসে তৃণমূল ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলোকে উৎসাহ দিচ্ছেন। ডাকছেন কথা বলছেন। তার বিরুদ্ধে রাজভবনকে অপব্যবহার করার যে অভিযোগ উঠছে সে সমস্ত দিক থেকে নজর ঘোরাতে এই সমস্ত পদক্ষেপ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।"

নিউটাউন বাজারের ট্রাফিক ফাইন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সেই বিষয়ে কুণাল ঘোষ বলেন, "মানুষকে স্বস্তি দিতেই নিউটাউনে বাড়তি পার্কিং ফি প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।" তাঁর আগে টুইট করে কুণাল ঘোষ লিখেছেন, "নিউটাউনের বাজারে ট্রাফিক ফাইন 500 টাকা যেটি এনকেডিএ চালু করেছিল, তা আপত্তিকর, বিভ্রান্তিকর ও জনবিরোধী। মানুষের হয়রানির কথা জানতে পেরেই তাঁর নির্দেশ, এই ফাইনের সিদ্ধান্ত প্রত্যাহার ও বাতিল হল। পুলিশকেও জানানো হয়েছে ।"

আরও পড়ুন : পঞ্চায়েত ভোটে মক্কায় বসে মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীর, খারিজ করল কমিশন

Last Updated : Jun 30, 2023, 7:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details