কলকাতা, 9 এপ্রিল: বর্ধিত হারে মহার্ঘভাতার দাবিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা এবার রাজধানী দিল্লিতে গিয়ে ধরনায় বসছেন ৷ সোম ও মঙ্গলবার দিল্লির যন্তর-মন্তরে তাঁদের কর্মসূচি রয়েছে ৷ পাশাপাশি, নিজেদের এই দাবি নিয়ে রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গেও দেখা করার পরিকল্পনা রয়েছে আন্দোলনকারীদের ৷ ডিএ আন্দোলনকারীদের এই দিল্লি যাত্রাকে রবিবার কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁর কথায়, "বিজেপি'র পৃষ্ঠপোষকতায় দিল্লিতে গিয়ে নাটক করছেন আন্দোলনকারীরা ৷"
তৃণমূল মুখপাত্র এদিন বলেন,"যাঁরা বিজেপি'র পৃষ্ঠপোষকতায় আছেন তাঁরা বিজেপি'র কাছে নাটক করতে যাবেন সেটা তো জানা কথা ।" এদিন তিনি মহার্ঘভাতা নিয়ে আন্দোলনকারীদের দিল্লি যাত্রাকে স্পনসরশিপ রাজনীতি বলে আখ্যা দিয়েছেন । কুণাল ঘোষের কথায়,"যাঁরা ডিএ দাও বলছেন, তাঁদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী একাধিকবার কথা বলেছেন । কই আন্দোলনকারীদের মুখ থেকে তো একবারও শোনা গেল না যে, কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়া দিক । বিজেপি-কংগ্রেস-সিপিএম হাতে হাত মিলিয়ে তাঁদের পিছনে দাঁড়িয়েছে । তাঁরা তাদের পৃষ্ঠপোষক । বাংলাকে প্রাপ্য না দেওয়ার কথা কই তাঁরা তো বলছেন না । আসলে তাঁদের রাজনৈতিক স্পনসর বিজেপি, আর বিজেপি'র দুই ভাই সিপিএম আর কংগ্রেস ৷"