কলকাতা, 3 ডিসেম্বর:চার রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের পরবর্তী বৈঠকের দিন ঘোষণা করা হয়েছে। আগামী বুধবার অর্থাৎ 6 ডিসেম্বর তারিখ দিল্লিতে বৈঠকে বসতে চলেছে 'ইন্ডিয়া' জোটের শরিকরা। রবিবার ভোটের ফলপ্রকাশের পর ফলাফল পর্যালোচনার কথা মাথায় রেখেই এই বৈঠকের ডাক দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু রবিবার ফলপ্রকাশের দিনই 'ইন্ডিয়া' জোটের প্রধান শরিক কংগ্রেসের উপর চাপ বৃদ্ধির খেলা শুরু করে দিল এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।
ভোটের ফলে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবিকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রধান মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলকে সামনে রেখে লড়াইয়ের বার্তা দিল তৃণমূল । এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই সম্পর্কে বলেন, "আজ চার রাজ্যের ফলাফলে যতটা না বিজেপির সাফল্য রয়েছে তার থেকে অনেক বেশি রয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের ব্যর্থতা।" তাঁর আরও দাবি, আবার এটা প্রমাণিত যে বিজেপিকে যদি কেউ হারাতে পারে সেটা তৃণমূল কংগ্রেস । নিজেদের রাজ্যই সামলাতে ব্যর্থ কংগ্রেস তাই এই পরাজয় থেকে শিক্ষা নিক হাত শিবির।