পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Ghosh: আদালত নির্দেশ দিক ভোটে জিতলেও তৃণমূলকে ক্ষমতা হস্তান্তর করতে হবে বিজেপিকে, কটাক্ষ কুণালের - আদালতের সমালোচনায় কুণাল ঘোষ

সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ বিষয়টি নিয়ে আদালতকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ ৷

ETV Bharat
কুণাল ঘোষ

By

Published : Jun 28, 2023, 10:35 PM IST

Updated : Jun 28, 2023, 11:05 PM IST

কুণাল ঘোষের বক্তব্য

কলকাতা, 28 জুন:ফের কলকাতা হাইকোর্টকে নজিরবিহীন আক্রমণ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের । পরোক্ষে আদালতের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগও তুলছেন তিনি । বুধবার এক সাংবাদিক সম্মেলন থেকে তিনি সরাসরি আদালতের সমালোচনা করে বলেন, "আমি হাইকোর্টকে হাত জোড় করে সসম্মানে বলছি, আমরা সবাই হাইকোর্টকে সম্মান করি । আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে । আদালত একবারে নির্দেশ দিয়ে দিন না, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে বিজেপিকে । তাহলেই মিটে গেল । এভাবে বিরোধীদের হাত শক্ত না-করে এমন নির্দেশ দিয়ে দিলেই তো হল ।"

এদিন কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, এতদিন যখন 2003 বা 2008 সাল বা তার আগে সিপিএমের জমানায় রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে যখন বহু মানুষ খুন হত, সেসব দিনে হাইকোর্টের বিবেক কোথায় ছিল ! উনাদের সব বিবেক এখন জাগ্রত হচ্ছে । ওনারা একটা অর্ডার দিয়ে দিন না । আজকে একে ভর্ৎসনা কালকে তাকে ভর্ৎসনা, এত কষ্ট করার দরকার কি ! কেন কীসের জন্য, একটা অর্ডার দিয়ে দিন না সব মিটে যায় । মানুষের রায় পাবে তৃণমূল কিন্তু হাইকোর্টের রায়ে তৃণমূলকে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে বিজেপিকে ।

কুণাল ঘোষ এদিন আরও বলেন, "আজ হাইকোর্টে একটা মামলা হয়েছিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে । এক পরীক্ষার্থী তিনি মামলা করেছেন এই বলে যে রেজাল্ট বেরোনোর পর তিনি ওয়েবসাইটে তার যে ব়্যাকিং দেখেছেন, পরে আর তা খুঁজে পাননি । সেটা নাকি পিছিয়ে গিয়েছে । এই নিয়ে মামলা । বিচারপতি বললেন, এটা কি আমি সিবিআইকে দিয়ে দেব । মানে এত বড় অভিযোগ । যেন ইচ্ছা করেই এই গন্ডগোল করা হয়েছে । কারা করেছেন যারা পরীক্ষা নিয়েছেন তারা । বিচারপতি কোর্টে বসে বলছেন তাহলে কি মামলাটা সিবিআইকে দিয়ে দেব । পরে প্রমাণ হয়ে গেল ওয়েবসাইট ঠিক ছিল । এই পরীক্ষার্থী জালিয়াতি করে মিথ্যা মামলা করেছিলেন । তখন এই আদালতই বলছে ওর বিরুদ্ধে যেন কোনও অ্যাকশান নেওয়া না হয়, কারণ সে পড়ুয়া । ভাবুন মামলা হচ্ছে যখন তখন বলা হচ্ছিল সিবিআইকে দিয়ে দেওয়া হবে কি না, কারণ ব়্যাংকিং এ গণ্ডোগোল করা হয়েছে । আর পরে যখন এটা প্রমাণ হল যে ওই ছাত্রটি জালিয়াতি করেছে তখন এই আদালতই বলছে তার বিরুদ্ধে ব্যবস্থা না-নিতে কারণ সে পড়ুয়া ।" কুনাল ঘোষ প্রশ্ন, যে জালিয়াতি করে মামলা করতে গিয়েছে তার বিরুদ্ধে কেন মামলা হবে না ? কেন আদালতের সময় নষ্ট করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না ?

আরও পড়ুন: পঞ্চায়েতের মনোনয়নের নিরিখে পশ্চিম বর্ধমানে তৃতীয় স্থানে বিজেপি, এগিয়ে বামেরা

এরপরই বিচারপতিদের উদ্দেশ্যে কটাক্ষ করে কুনাল ঘোষ বলেন, "আমি তিন-চার জন বিচারপতিকে ঠাকুর ঠাকুর... করে সম্মান দিয়ে বলছি আপনারা একটা রায় দিয়ে দিন না যে মানুষের ভোটে জিতবে তৃণমূল তারপরেও তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা হস্তান্তর করে দিতে হবে বিরোধীদের, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে ।" প্রসঙ্গত বিগত কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্র বারবার আদালতের বিরুদ্ধে বিরোধীদের সাহায্য করার অভিযোগ তুলেছিলেন । এদিন আরও এক ধাপ এগিয়ে সরাসরি বিরোধীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার রায় দেওয়ার কথা বললেন তিনি ।

Last Updated : Jun 28, 2023, 11:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details