সল্টলেক, 19 মে: বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ড নিয়ে সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন কুণাল ঘোষ ৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের দাবি, পূর্ব মেদিনীপুরের এগরার খাদকুল ওই বিস্ফোরণের সঙ্গে বিরোধী দলনেতার সরাসরি সম্পর্ক রয়েছে ৷ মূল অভিযুক্ত কৃষ্ণপদ ওরফে ভানু বাগ মারা না গেলে এই ঘটনায় শুভেন্দুদের নাম ঠিক বেরিয়ে আসত বলে দাবি করেছেন কুণাল ঘোষ ৷
শুক্রবার তিনি হাজির হয়েছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ৷ সেখানে তিনি যান ইডির দফতরে ৷ বেরিয়ে এসে সাংবাদিকদের জানান, তাঁর একটি ব্যাংক অ্যাকাউন্ট ডিফ্রিজ করা নিয়ে ইডিকে একটি আবেদনপত্র জমা দিতে এসেছিলেন ৷ এর সঙ্গে কোনও তদন্তের কোনও সম্পর্ক নেই ৷ পরে সেখানে দাঁড়িয়েই বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে মুখ খোলেন ৷
তাঁর কথায়, ‘‘এই ভানু বা যাদের নাম শোনা যাচ্ছে, এরা অতীতে ওখানে বামপন্থী শিবিরে ছিল ৷ পরবর্তীকালে অধিকারী প্রাইভেট লিমিটেডের কাছাকাছি এসে তাদের সৌজন্যে তৃণমূলে আসে ৷ পরে আবার অনুগামী হয়ে তাদের সঙ্গেই বিজেপিতে চলে যায় । ওই এলাকাটাও বিজেপির পঞ্চায়েতে রূপান্তরিত । অধিকারী লিমিটেডের কর্মচারী ছিল ওই ভানু ।’’
কুণাল ঘোষ বলেন, ‘‘আমাদের একটা আফসোস ভানু মারা গিয়ে শুভেন্দু ও তাঁর কিছু দুষ্কৃতী সাঙ্গোপাঙ্গ বেঁচে গেলেন ৷ কারণ, ভানু জীবিত থাকলে ওই স্টেটমেন্টগুলোতে শুভেন্দুদের নামই বের হতো ।’’