পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Ghosh: চব্বিশে দেশজুড়ে পুজো উদ্বোধন করবেন মমতা, কুণালের পোস্টে কীসের ইঙ্গিত ! - তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ

Kunal Ghosh X Post on Mamata Banerjee: প্রতিবার মণ্ডপে ঘুরে ঘুরে দুর্গাপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার পায়ের আঘাতের জন্য তিনি ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেছেন ৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, পরের বছর দেশজুড়ে পুজোর উদ্বোধন করতে দেখা যাবে মমতাকে ৷ মহাসপ্তমীর সকালে কুণালের এই পোস্ট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা ৷

Kunal Ghosh
Kunal Ghosh

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 11:07 AM IST

কলকাতা, 21 অক্টোবর: মহাসপ্তমীর সকালে সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পোস্ট করে জাতীয় রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷

শনিবার সকাল 9টা 55 মিনিটে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন তৃণমূলের এই মুখপাত্র ৷ সেখানে তিনি লেখেন, ‘‘2024-এ মমতা বন্দ্য়োপাধ্যায়কে শুধু বাংলা নয়, দেশের বিভিন্ন রাজ্যে প্রবাসী বাঙালিদের দুর্গাপুজো উদ্বোধন এবং পুজো পরিক্রমায় যেতে হবে ।’’

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্গাপুজোর উদ্বোধন করতে দেখা যায় ৷ মূলত, কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন করেন তিনি ৷ কোথাও কোথাও মায়ের চক্ষুদানও করেন মুখ্যমন্ত্রী ৷ এবার অবশ্য সেই নিয়মে কিছুটা ছেদ পড়েছে ৷ পায়ের আঘাতের কারণে এবার বাড়িতেই বিশ্রামে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরিস্থিতি এতটাই গুরুতর যে মন্ত্রিসভার বৈঠকও তিনি বাড়িতে বসেই সেরেছেন ৷ মহালয়ার দিন তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলার পুজোসংখ্যার উদ্বোধনেও তিনি বাড়ি থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকেছেন ৷

তাই এবার পুজোর উদ্বোধনও তিনি করেছেন ভার্চুয়ালি ৷ বাড়ি থেকেই চেতলা অগ্রণীর পুজোয় ভার্চুয়ালি চক্ষুদানও করেছেন ৷ তবে পুজো কমিটির সদস্যরা নিশ্চিত যে পরেরবার আবার অন্য বছরগুলির মতো মমতা বন্দ্যোপাধ্য়ায় পুজো উদ্বোধনে স্বশরীরে হাজির হবেন ৷

প্রসঙ্গত, কলকাতার বাইরে পশ্চিমবঙ্গের অন্য অংশ সেভাবে পুজো উদ্বোধন করতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে ৷ আর দেশের অন্যত্র তাঁকে কখনোই পুজো উদ্বোধনে দেখা যায়নি ৷ প্রশ্ন উঠছে, তাহলে কুণাল ঘোষের এই পোস্টের কারণ কী ? এই পোস্ট করে তিনি কী বোঝাতে চাইলেন ?

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কুণাল ঘোষ আসলে বোঝাতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে দুর্গাপুজোর উদ্বোধন করেন ৷ 2024 সালের লোকসভা ভোটে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট জিতবে ৷ আর প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই কারণে তিনি প্রবাসী বাঙালিদের পুজো উদ্বোধনে দেশের বিভিন্ন অংশে যাবেন ৷

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, পরবর্তী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে বিরোধী জোট করেছে বটে ! কিন্তু কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ হবেন, তা এখনও ঠিক হয়নি৷ বিহারে জেডিইউ নেতারা প্রায়ই নীতীশ কুমারকে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উল্লেখ করেন ৷ সম্প্রতি কংগ্রেস সাংসদ শশী থারুর দাবি করেছেন, ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে রাহুল গান্ধি বা মল্লিকার্জুন খাড়গের মধ্যে যে কেউ প্রধানমন্ত্রী হবেন ৷ এই পরিস্থিতিতে মমতার হয়েও সরব হলেন কুণাল ঘোষ ৷

এখন প্রশ্ন হচ্ছে, অন্যদের দেখে অতিউৎসাহী হয়ে কি কুণাল এই পোস্ট করেছেন ? নাকি ইন্ডিয়া জোটের অন্য শরিকদের বার্তা দিতে উপরমহলের নির্দেশেই তাঁর এই পোস্ট ? উত্তর যাঁর কাছে আছে, সেই কুণাল ঘোষ অবশ্য মন্তব্য করেই থেমে গিয়েছেন, কোনও ব্যাখ্যা দেননি ৷

আরও পড়ুন:বোধনের মধ্যে দিয়ে আজ থেকে শুরু দেবীর আরাধনা, রাজ্যবাসীকে মহাষষ্ঠীর শুভেচ্ছা মমতার

ABOUT THE AUTHOR

...view details