কলকাতা, 21 এপ্রিল: অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করার অভিযোগ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই নিয়ে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি দাবি করেছেন, এই নিয়ে শুভেন্দুর উপর ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । শুভেন্দুকে ভর্ৎসনাও করেছেন অমিত শাহ ।
শুক্রবার বেলা বারোটা নাগাদ কুণাল ঘোষ এই নিয়ে টুইট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘নিজের নাম জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মিথ্যা কথা বলায় শুভেন্দুর উপর ক্রুদ্ধ অমিত শাহ । তিনি ল্যান্ডলাইন থেকে ফোনে শুভেন্দুকে ভর্ৎসনা করেছেন বলে সূত্রে খবর । তিনি নাকি বলেছেন, নিজেরা বাংলায় কিছু করতে পারো না । কেবল এজেন্সির ভরসায় নাচো । এখন আবার আমার নাম জড়ালে । এসব চলবে না ।’’
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন অমিত শাহকে ফোন করে তৃণমূলের জাতীয় দলের তকমা বাঁচানোর চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার পর থেকে এই নিয়ে জোরদার রাজনৈতিক তরজা চলছে রাজ্যে । মুখ্যমন্ত্রী এই বিষয়ে চ্যালেঞ্জ করেছেন শুভেন্দুকে । ফোন করার বিষয়টি প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷