পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Slams Suvendu: ফোন বিতর্কে শুভেন্দুর উপর ক্ষুব্ধ অমিত শাহ, দাবি তৃণমূলের কুণালের - মমতা বন্দ্যোপাধ্যায়

ফোন বিতর্ক এখন বঙ্গ রাজনীতির অন্যতম আলোচনার বিষয় ৷ শুক্রবার সেই আলোচনায় নতুন উপাদান যোগ করেছেন তৃণমূলের কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, এই নিয়ে শুভেন্দু অধিকারীর উপর ক্ষুব্ধ অমিত শাহ ৷

Kunal Slams Suvendu
Kunal Slams Suvendu

By

Published : Apr 21, 2023, 3:04 PM IST

কলকাতা, 21 এপ্রিল: অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন করার অভিযোগ ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই নিয়ে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তিনি দাবি করেছেন, এই নিয়ে শুভেন্দুর উপর ক্ষুব্ধ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । শুভেন্দুকে ভর্ৎসনাও করেছেন অমিত শাহ ।

শুক্রবার বেলা বারোটা নাগাদ কুণাল ঘোষ এই নিয়ে টুইট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘নিজের নাম জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মিথ্যা কথা বলায় শুভেন্দুর উপর ক্রুদ্ধ অমিত শাহ । তিনি ল্যান্ডলাইন থেকে ফোনে শুভেন্দুকে ভর্ৎসনা করেছেন বলে সূত্রে খবর । তিনি নাকি বলেছেন, নিজেরা বাংলায় কিছু করতে পারো না । কেবল এজেন্সির ভরসায় নাচো । এখন আবার আমার নাম জড়ালে । এসব চলবে না ।’’

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন অমিত শাহকে ফোন করে তৃণমূলের জাতীয় দলের তকমা বাঁচানোর চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার পর থেকে এই নিয়ে জোরদার রাজনৈতিক তরজা চলছে রাজ্যে । মুখ্যমন্ত্রী এই বিষয়ে চ্যালেঞ্জ করেছেন শুভেন্দুকে । ফোন করার বিষয়টি প্রমাণ করতে পারলে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ৷

পালটা চ্যালেঞ্জ করেছেন শুভেন্দুও ৷ তাঁর দাবি, আদালতে গেলে তিনি সত্য প্রকাশ্যে আনবেন । আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আদালতে যাওয়ার কথা বলা হচ্ছে । আর এসবের মধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের টুইট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । এদিন এই নিয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের কটাক্ষ, ‘‘কুণাল ঘোষ পুরোটা ঠিক বলছেন না । উনি আসল কথাটাই বাদ দিয়ে টুইট করেছেন । গতকাল রাত্রি সাড়ে 12টার সময় অমিত শাহ কুণাল ঘোষকে ফোন করে গোটা বিষয়টি জানিয়েছেন ৷ তারপরেই এর উপর ভিত্তি করে কুণাল ঘোষ স্টেটমেন্টটি করছেন ।’’

তিনি আরও বলেন, ‘‘সিঙ্গুরের জনসভায় একটা বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা । তিনি আবার বলেছেন, তিনি যখন বলছেন দায়িত্ব তাঁর । মুখ্যমন্ত্রী ঘটনায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন । চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বিরোধী দলনেতা । এরপর তৃণমূলের তরফ থেকে বিবৃতি এসেছে মামলা করবে । মামলা করুন, কে কাকে ভর্ৎসনা করছে, কে কাকে আদর করছে, এসব ভেবে তো লাভ নেই । কোর্টে যখন দেখা করবেন বলেছেন, কোর্টেই এর ফায়সালা হোক । এসব বলে কী লাভ !’’

আরও পড়ুন:শাহকে ফোন ইস্যুতে মমতা মামলা করুন, চ্যালেঞ্জ শুভেন্দুর

ABOUT THE AUTHOR

...view details