পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Backs Kaliaganj Cops: 'বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুমিছিল হত', কালিয়াগঞ্জে হামলাকারীদের গ্রেফতারির দাবি কুণালের - কালিয়াগঞ্জে থানায় আগুন

কালিয়াগঞ্জের হামলাকারীদের গ্রেফতারির দাবি জানালেন কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, গতকাল কালিয়াগঞ্জে সংযত ছিল পুলিশ ৷

Kunal Backs Kaliaganj Cops ETV bharat
কুণাল ঘোষ

By

Published : Apr 26, 2023, 1:27 PM IST

Updated : Apr 26, 2023, 2:53 PM IST

কলকাতা, 26 এপ্রিল: কালিয়াগঞ্জে পুলিশ যথেষ্ট সংযত ছিল বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, পুলিশ গতকাল গুলি চালায়নি ৷ এ প্রসঙ্গে বামফ্রন্টের আমল টেনে এনে তিনি বলেন যে, ওই আমলের পুলিশ হলে গুলিবর্ষণে মৃত্যুমিছিল হত ৷ থানায় হামলাকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন কুণাল ঘোষ ৷

বুধবার টুইট করে কালিয়াগঞ্জের ঘটনার দুটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছেন কুণাল ঘোষ ৷ সেই ভিডিয়োয় দুষ্কৃতীদের পুলিশের উপর হামলা চালাতে দেখা গিয়েছে ৷ সেই পোস্টে কুণাল লেখেন, "কালিয়াগঞ্জ ৷ এই গুন্ডামির পরেও পুলিশ সংযত ছিল, গুলি চালায়নি । বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুর মিছিল হত, যেমন হয়েছিল বারবার । হামলাকারীদের গ্রেফতার চাই । যারা প্ররোচনা দিয়েছে, তাদেরকেও ধরা দরকার । ধর্ষণের মিথ্যা কথা রটানো, উত্তেজনা ছড়িয়ে এই হামলা কঠোর শাস্তিযোগ্য ।"

আদিবাসীদের বিক্ষোভে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ । মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন জ্বালিয়ে দেওয়া হয় ৷ পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটবৃষ্টি করেছেন বলে অভিযোগ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল ।

উল্লেখ্য, কিছুদিন আগে কালিয়াগঞ্জে এক কিশোরীর দেহ উদ্ধার হয় ৷ তার পরিবারের অভিযোগ, গণধর্ষণের পর খুন করা হয়েছে ওই নাবালিকাকে ৷ দোষীদের শাস্তির দাবিতে গত কয়েকদিন ধরেই তীব্র উত্তেজনা রয়েছে ওই এলাকায় ৷ এই নিয়ে মঙ্গলবার রাজবংশী, তফসিলি ও আদিবাসী যৌথ মঞ্চ কালিয়াগঞ্জ থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল । তাদের বিক্ষোভকে কেন্দ্র করেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷

ঘটনা ঘটার পর থেকেই এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে ৷ এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি ৷ রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে গিয়ে পৌঁছেছে বলে অভিযোগ করা হয়েছে ৷ অন্যদিকে পুলিশের দাবি, বিষক্রিয়ায় ওই নাবালিকার মৃত্যু হয়েছে ৷ ময়নাতদন্ত রিপোর্টে এই তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছে পুলিশ ৷ যদিও তা মানতে নারাজ মৃতার পরিবার ও আন্দোলনকারীরা ৷ আজ পুলিশের দাবির পক্ষেই সায় দিয়েছেন কুণাল ঘোষ ৷ তিনিও টুইটে দাবি করেছেন যে, ধর্ষণের মিথ্যে কথা রটানো হচ্ছে ৷

আরও পড়ুন:আদিবাসীদের বিক্ষোভে উত্তাল কালিয়াগঞ্জ, থানায় অগ্নিসংযোগ

Last Updated : Apr 26, 2023, 2:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details