কলকাতা, 26 এপ্রিল: কালিয়াগঞ্জে পুলিশ যথেষ্ট সংযত ছিল বলে দাবি করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, পুলিশ গতকাল গুলি চালায়নি ৷ এ প্রসঙ্গে বামফ্রন্টের আমল টেনে এনে তিনি বলেন যে, ওই আমলের পুলিশ হলে গুলিবর্ষণে মৃত্যুমিছিল হত ৷ থানায় হামলাকারীদের কঠোর শাস্তি দাবি করেছেন কুণাল ঘোষ ৷
বুধবার টুইট করে কালিয়াগঞ্জের ঘটনার দুটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করেছেন কুণাল ঘোষ ৷ সেই ভিডিয়োয় দুষ্কৃতীদের পুলিশের উপর হামলা চালাতে দেখা গিয়েছে ৷ সেই পোস্টে কুণাল লেখেন, "কালিয়াগঞ্জ ৷ এই গুন্ডামির পরেও পুলিশ সংযত ছিল, গুলি চালায়নি । বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুর মিছিল হত, যেমন হয়েছিল বারবার । হামলাকারীদের গ্রেফতার চাই । যারা প্ররোচনা দিয়েছে, তাদেরকেও ধরা দরকার । ধর্ষণের মিথ্যা কথা রটানো, উত্তেজনা ছড়িয়ে এই হামলা কঠোর শাস্তিযোগ্য ।"
আদিবাসীদের বিক্ষোভে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ । মঙ্গলবার কালিয়াগঞ্জ থানায় আগুন জ্বালিয়ে দেওয়া হয় ৷ পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটবৃষ্টি করেছেন বলে অভিযোগ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল ।