পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Ghosh Attacks Judiciary: 'বিচারপতিরা মাঝেমধ্যেই সানগ্লাস পরে থাকেন !' ফের তোপ কুণালের - ফের তোপ কুণালের

আবারও বিচারপতিদের আক্রমণ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh Attacks Judiciary) ৷ কী বললেন তিনি ?

Kunal Ghosh Attacks Judiciary by saying Judges often wear sunglasses when BJP leaders names surface in any scam
ফাইল ছবি

By

Published : Feb 18, 2023, 6:49 PM IST

Updated : Feb 18, 2023, 7:02 PM IST

কলকাতা, 18 ফেব্রুয়ারি:বিচারপতিদের নিয়ে করা মন্তব্যের জেরে আবারও বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh Attacks Judiciary) ৷ তাঁর দাবি, যখন কোনও বিজেপি নেতার নাম দুর্নীতিতে জড়ায়, তখন বিচারপতিরা সানগ্লাস পরে থাকেন !

সম্প্রতি বিজেপির জাতীয় সহসভাপতি দিলীপ ঘোষের একটি সম্পত্তির দলিল উদ্ধার হয় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রসন্ন রায়ের বাড়ি থেকে ৷ তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ৷ বিষয়টি নিয়ে ফের একবার বিচারপতিদের নিশানা করলেন কুণাল ৷ তিনি বলেন, "এই ঘটনার পর কেন দিলীপ ঘোষকে হেফাজতে নেওয়া হল না ? কেন বিষয়টি তদন্ত করে দেখা হল না ? এখন আদালত চুপ করে রয়েছে কেন ? কেন বিচারপতিরা তদন্তকারী সংস্থাগুলিকে নির্দেশ দিচ্ছেন না, যাতে তারা ঘটনায় দোষীদের পাকড়াও করে ? তাঁরা কেন দিলীপ ঘোষকে গ্রেফতার করার নির্দেশ দিচ্ছেন না ? প্রসন্ন রায়ের বাড়ি থেকে তাঁর সম্পত্তির দলিল উদ্ধার হওয়ার পরও কেন দিলীপ ঘোষ অনায়াসে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ? তাহলে কি যখনই কোনও বিজেপি নেতা দুর্নীতিতে জড়ান, বিচারপতিরা চোখে সানগ্লাস পরে নেন ?"

আরও পড়ুন:'অবসরের পর রাজনীতি করার জমি তৈরি করছেন !' বিচারপতির মন্তব্যের জবাব কুণালের

দিলীপ ঘোষ অবশ্য ইতিমধ্য়েই এই ঘটনায় নিজের বক্তব্য পেশ করেছেন ৷ তাঁর দাবি, যে হাউজিং কমপ্লেক্সে দিলীপের সংশ্লিষ্ট সম্পত্তিটি রয়েছে, সেটির সম্পাদক ছিলেন প্রসন্ন রায় ৷ সেই কারণেই সংশ্লিষ্ট ফ্ল্য়াটের দলিল প্রসন্ন রায়ের কাছে ছিল ৷ এর মধ্য়ে বেআইনি কিছুই নেই বলেও দাবি করেছেন দিলীপ ঘোষ ৷ যদিও তারপরও এ নিয়ে তাঁকে আক্রমণ করতে ছাড়েননি তৃণমূল নেতারা ৷

ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছিলেন, "প্রসন্ন রায় ওই হাউজিং কমপ্লেক্সের সম্পাদক ছিলেন ৷ আমিই তাঁকে আমার ফ্ল্য়াটের দলিলের একটি প্রতিলিপি দিয়েছিলাম ৷ যাতে ওই ফ্ল্য়াটের বিদ্যুতের সংযোগ আমার নামে নথিভুক্ত করা যায় ৷ আমি নিজের কষ্টার্জিত টাকায় ব্যাংক থেকে ঋণ নিয়ে ওই ফ্ল্য়াট কিনেছি ৷ ওই ফ্ল্যাটের আসল দলিল এখনও ব্য়াংকের কাছেই আছে ৷" প্রসঙ্গত, এই প্রথম নয় ৷ এর আগেও নানা ইস্যুতে বিচার বিভাগকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ ৷ তাঁর নিশানায় পড়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁকে 'অরণ্যদেব গঙ্গোপাধ্য়ায়' বলে কটাক্ষ করেছিলেন কুণাল ৷

Last Updated : Feb 18, 2023, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details