পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 12, 2023, 3:02 PM IST

ETV Bharat / state

Kunal Slams Nadda: বঙ্গে এসে রাজ্যে রক্তপাত নিয়ে সরব নাড্ডা, পালটা দিলেন কুণাল

শনিবার রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ রবিবার জেলায় সভা রয়েছে তাঁর ৷ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বাংলায় রক্তপাত নিয়ে সরব হন তিনি ৷ এরই পালটা দিলেন এ দিন তৃণমূলের কুণাল ঘোষ (Kunal Slams Nadda) ৷

Kunal Ghosh attacks BJP president J P Nadda
জেপি নাড্ডাকে পালটা দিলেন কুণাল ঘোষ

কলকাতা, 12 ফেব্রুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যে এসে তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (BJP president J P Nadda)। এ দিন পূর্ব মেদিনীপুরের একটি মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে 'রক্তবীজের সরকার' বলে মন্তব্য করলেন । তিনি বলেছেন, "মতাদর্শের লড়াইয়ের সমাপ্তি ঘটিয়ে বাংলায় রক্তের খেলা চলছে । আমি মা কালীর কাছে প্রার্থনা করেছি যাতে তৃণমূলের এই রক্তবীজের সরকার থেকে বাংলার মানুষ মুক্তি পেতে পারেন ।" আরও বলেন, "বাংলার মানুষকে ভয় মুক্ত পরিবেশ দেওয়ার জন্য আমরা লড়াই করছি । এখানে যাতে সোনার বাংলা প্রতিষ্ঠিত হয় সেটাই আমাদের লক্ষ্য ।"

বঙ্গে এসে নাড্ডার মন্তব্যের পালটা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। রবিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, "বিজেপির সর্বভারতীয় সভাপতি বোধহয় ভুলে গিয়েছেন বিধানসভা নির্বাচন বলে কিছু সামনে নেই। বিধানসভা নির্বাচনের আগেও উনি এসেছিলেন । তবে সেই নির্বাচনে বিজেপি গো-হারা হেরেছে । তাঁর মুখে এসব কথা মানায় না ।" এ দিন সরাসরি বিজেপির সর্বভারতীয় সভাপতিকে একহাত নিয়েছেন কুণাল । তিনি বলেন, "কেন যে জেপি নাড্ডা এ কথা বলছেন । নিজের রাজ্য হিমাচল প্রদেশে যিনি বিজেপিকে ক্ষমতায় রাখতে পারেন না, তিনি অন্য রাজ্যে এসে জ্ঞান দিচ্ছেন !"

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তোপ দেগে বলেন, "ভুলে গেলে চলবে না ৷ তিনি যে রাজ্যে রাজনীতি করে বড় হয়েছেন, সেই রাজ্যে বিজেপি হেরে গিয়েছে । যে সভাপতি নিজের রাজ্যে সরকারকে রক্ষা করতে পারেন না, তিনি অন্য রাজ্যে এসব বলছেন সে কথা কে শুনবে !" কুণাল ঘোষ বলেন, "সন্ত্রাস নিয়ে কেন্দ্রীয় সরকারের রিপোর্টগুলো পড়ুন না ৷ কেন এখানে এসে মিথ্যে কথা বলে বাজার গরম করার চেষ্টা করছেন তিনি । কেন্দ্রীয় সরকারের রিপোর্টে মহিলাদের জন্য নিরাপদ শহর হল কলকাতা । পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণ রাজ্য । আদিবাসী দলিত এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় দেখুন কেন্দ্রীয় রিপোর্টে ডাবল ইঞ্জিন সরকারের নাম লেখা আছে ।"

তিনি আরও বলেন, "প্রত্যেকটা উন্নয়নের স্কিম সেখানে প্রথম পুরস্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (Mamata Banerjee Government) । কয়েকদিন আগে দুয়ারে সরকারকে (Duare Sarkar) দেশের সেরা প্রকল্প বলা হয়েছে । শুধু একটি নয়, একের পর এক প্রকল্পে দেশের সেরা বাংলা । এই অবস্থায় শুধুমাত্র রাজনীতি করার জন্য বাংলাকে বদনাম করা হচ্ছে ।"

আরও পড়ুন:কলকাতায় নাড্ডা, রবিবার জনসভা শুভেন্দুর গড়ে

ABOUT THE AUTHOR

...view details