কলকাতা, 1 জুন: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি পৌরসভা সংক্রান্ত তোলাবাজি মামলাতে সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠি সিবিআইকে তদন্তের জন্য পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত । সিএমএম এজলাসে সারদাকর্তার চিঠির উপর তদন্তের দাবিতে পিটিশন করেন কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী । আদালত শুনানির পর বিষয়টি সিবিআইকে পাঠানোর সিদ্ধান্ত জানায় বুধবার । সেই ঘটনায় সিবিআই তদন্তে সহযোগিতা করতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাই তাঁর দাবি, শুভেন্দু অধিকারী ও তাঁকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই ।
বৃহস্পতিবার এই নিয়ে তৃণমূলে ভবনে সংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ ৷ সেখানে তিনি বলেন, "শুভেন্দু-আমাকে সিবিআই মুখোমুখি বসে জেরা করুক সিবিআই । আমি পিটিশন দেব সিবিআইকে । লোডশেডিং-এর এমএলএ, সারদার-নারদার সিবিআই এফআইআর নেমড চোর শুভেন্দুর শেষ দেখে ছাড়ব ।"
এছাড়াও এ দিন একাধিক ইস্যুতে শুভেন্দু ও বিজেপির বিরুদ্ধে সরব হন কুণাল ঘোষ ৷ তিনি বলেন, "কথা ঘোরানোর চেষ্টা করছে শুভেন্দু । বলছে চিঠি কে লিখেছে, তা বের করে ছাড়ব । আমি স্বাগত জানাচ্ছি । সিবিআই শুভেন্দু এবং আমাকে মুখোমুখি বসিয়ে যারা করুক ৷’’