কলকাতা, 29 জুন:আবার একটা প্রশাসনিক সিদ্ধান্ত জানানো হল শাসকদলের দলীয় মুখপাত্রের টুইটার হ্যান্ডেল থেকে । কলকাতার পর এ বার এমন ঘটনা ঘটল নিউটাউনের ক্ষেত্রে ।
জরিমানা প্রত্যাহার: শাসক দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বৃহস্পতিবার সোশাল সাইট টুইটারে জানিয়ে দিলেন, নিউটাউন বাজারে গাড়ি রাখলে যে 500 টাকা জরিমানার প্রচলন ছিল, এ বার থেকে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হচ্ছে । ফলে আগামী দিনে এখানে গাড়ি রাখতে হলে দিতে হবে না কোনও ফাইন ।
যা লিখেছেন কুণাল: তৃণমূল মুখপাত্র এও জানিয়েছেন, এই সিদ্ধান্ত তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর অগোচরেই নেওয়া হয়েছিল । আর সেই কারণেই এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে । একইভাবে কলকাতা পৌরসভা এলাকায় পার্কিং ফি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে বৃদ্ধি করার জন্য দলের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছিল, ওই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে নেওয়া হয়েছে ৷ বর্ধিত পার্কিং ফি বাতিল করা হচ্ছে । সে ক্ষেত্রেও এই ধরনের প্রশাসনিক সিদ্ধান্ত দলের তরফ থেকে আগে জানানো হয়েছিল । এ বারও একই ঘটনা ঘটল নিউটাউনের ক্ষেত্রে ।