পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kunal Ghosh on CPM: সিপিএমের বিরুদ্ধে কর্ণাটকে ভোট-ভাগাভাগির রাজনীতির অভিযোগ কুণালের - বিজেপি

কর্ণাটকে সিপিএম-এর বিরুদ্ধে ভোট-ভাগের রাজনীতির অভিযোগ তুললেন কুণাল ঘোষ ৷ অভিযোগ করলেন বিজেপির হয়ে দালালি করতে সেখানে জেডিএস এর সঙ্গে জোট করেছিল সিপিএম ৷ কংগ্রেসের ভোট কাটার অভিযোগ করলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র ৷

Kunal Ghosh on CPM ETV BHARAT
Kunal Ghosh on CPM

By

Published : May 14, 2023, 3:36 PM IST

কলকাতা, 14 মে: সিপিএম-এর বিরুদ্ধে এবার ভোট-ভাগের রাজনীতির অভিযোগ তুললেন কুণাল ঘোষ ৷ কর্ণাটক বিধানসভায় সিপিএম 0.06 শতাংশ ভোট পেয়েছে ৷ জেডিএস-এর সমর্থনে কংগ্রেসের বিরুদ্ধে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তারা ৷ টুইটারে সেই পরিসংখ্যান তুলে ধরে সিপিএম-কে একহাত নিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ৷ একই সঙ্গে বিজেপির দালাল বলেও বামেদের নিশানা করেন তিনি ৷

কর্ণাটক বিধানসভা নির্বাচনে 43 শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস ৷ সেই সঙ্গে 135 আসনে জিতে একক সংখ্যাগরিষ্ঠতাও লাভ করেছে ৷ আর বিজেপির খাতায় এসেছে 35 শতাংশ ভোট ৷ এর বাইরে কর্ণাটকে 0.06 শতাংশ ভোট গিয়েছে সিপিএম-এর খাতায় ৷ আর এই ইস্যুতে এবার সিপিএম-কে নিশানা করেছেন কুণাল ঘোষ ৷ প্রশ্ন তুললেন, কর্ণাটকে সিপিএম-কে কেন বিজেপির দালাল বলা হবে না ? তিনি অভিযোগ করলেন কর্ণাটকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের ভোট-ভাগ করতে গিয়েছিল সিপিএম ৷

রবিবার একটি টুইটে কুণাল লেখেন, ‘‘তৃণমূলের কুৎসা করে ৷ এবার সিপিএম উত্তর দিক ৷ কর্ণাটকে 0.06% ভোট কেন ? ওরা কাদের হয়ে ভোট কাটতে গিয়েছিল ? কংগ্রেসের বিরুদ্ধে একটা আসনে তো জেডিএসের সমর্থন নিয়েই লড়েছে, হেরেছে ৷ কর্ণাটকে ওদের কেন বিজেপির দালাল বলা হবে না ? ওখানে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়ল, আর এখানে জোট বলে উল্লাস ?’’

আরও পড়ুন:কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে ? আজ সন্ধ্যায় বিধায়কদের বৈঠক

উল্লেখ্য, বাংলার রাজনীতিতে বামেরা তৃণমূলকে বিজেপির ‘বি’ টিম বলে কটাক্ষ করে এসেছে হামেশা ৷ এমনকী কংগ্রেসের সঙ্গে কখনও ঘোষিত জোটে বা আসন বোঝাপড়ার মাধ্যমে শাসকদলের বিরুদ্ধে লড়াই করেছে সিপিএম তথা বাম শিবির ৷ কিন্তু, কর্ণাটকে জেডিএস-এর সঙ্গে আসন সমঝোতা করেছে সিপিএম ৷ আর সেখানে 0.06 শতাংশ ভোটও পেয়েছে তারা ৷ আর এই ইস্যুতে কুণাল ঘোষ প্রশ্ন তুলে বলেছেন, "তাহলে কর্ণাটকে কাদের ভোট কাটতে গিয়েছিল ‘কাস্তে-হাতুড়ি’ শিবির ? এরপরেও কেন সিপিএম-কে বিজেপির দালাল বলা হবে না ?" সেই প্রশ্নও তুলেছেন তৃণমূল মুখপাত্র ৷

ABOUT THE AUTHOR

...view details