ইডি তল্লাশি নিয়ে তোপ কুণালের কলকাতা, 12 জানুয়ারি: ইডির তল্লাশি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত । আজ সকাল থেকে ইডির সক্রিয়তা নিয়ে এমনই প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের । যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডির তল্লাশি চলছে, তাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়েছেন তিনি ।
আজ সকাল থেকেই রাজ্যের তিন গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সাতসকালে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে তল্লাশি শুরু করে ইডি ৷ একইসঙ্গে তল্লাশি চলছে উত্তর দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তী ও তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ি ৷
এ দিন সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন সুজিত বসু, সুবোধ চক্রবর্তী ও তাপস রায়ের বাড়ি ৷ সন্দেশখালির ঘটনা নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই এ দিন জোরদার তল্লাশি অভিযানে নামে ইডি । আর তা নিয়েই এ দিন মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ।
এ দিন কুণাল ঘোষ বলেন, আজ আবার ইডির তল্লাশি শুরু হয়েছে । সবটাই চলছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়েই । কুণাল ঘোষের অভিযোগ, গোটা ঘটনা ঘটছে বিজেপির অঙ্গুলিহেলনে । বিজেপির তৈরি করে দেওয়া প্রতিহিংসার রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে চলছে অভিযান । যেভাবে সুজিত বসু, তাপস রায় ও সুবোধ অধিকারীর বাড়িতে রেইড হচ্ছে - তাতে বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাঁদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছেন । এজেন্সিকে দিয়ে একটি নেগেটিভ পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে । বিজেপি পারছে না লড়তে, বিজেপি হেরে যাচ্ছে ৷ আর হার বাঁচাতেই তারা ব্যবহার করছে ইডি ও সিবিআইকে ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে দিয়ে বিরোধীদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি । এ দিন কুণাল ঘোষ বলেন, "আমরা এই ঘটনার নিন্দা করছি এবং বলছি এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, কেন তাঁর বাড়িতে রেইড হচ্ছে না ।"
সারদার নারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত হওয়ার পর কেন তাঁকে ছাড় দেওয়া হচ্ছে, আর কেন বেছে বেছে তৃণমূল নেতাদের বাড়িতে রেইড করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন কুণাল । তাঁর দাবি, রাজনীতিতে বিজেপি পারছে না, তাই এজেন্সিকে নামিয়ে ভোটে ফায়দা তোলার চেষ্টা করছে ৷
একই কথা বলেছেন পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ তিনি বলেন, "ইডি অভিযান আমার বাড়িতেও হয়েছে । সামনে লোকসভা । ইডি অভিযান হবেই । ওদের যত শক্তি আছে লড়াই করুক । আমরা মানুষের মাঝে যাব । কোনটা ঠিক কোনটা ভুল বলব । যবে থেকে বিজেপি এসেছে তবে থেকে হেনস্থা করছে । যাঁরা অবিজেপি রাজনীতি করেন তাঁদের সকলকে হেনস্থা করছে । ওরা হেনস্থা করবে আমরা সততার পথে থাকব । আমি বিশ্বাস করি, আমরা সকলে সঠিক আছি । এটা একটা রাজনৈতিক চমক । ওরা নির্ভর করুক ওদের উপর, আমরা নির্ভর করি মানুষের উপরে ।"
উল্লেখ্য, কিছুদিন আগেই ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে হানা দিয়েছিল ইডি । ম্যারাথন তল্লাশি চালিয়েছে তারা । তল্লাশি শেষে ইডি চলে গেলে সাংবাদিক সম্মেলন ডেকে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ফিরহাদ । চিৎকার করে বলেছিলেন, "আমি কি চোর ? এমন ভাবে সামাজিক সম্মান নষ্ট কেন করা হচ্ছে ?"
আরও পড়ুন:
- সুজিত-তাপসই শেষ নয়! ইডির আতসকাঁচের নীচে 14 বর্তমান ও প্রাক্তন পৌরপ্রধান
- ইডির ত্রিফলা অভিযান! সকালেই ঘেরা হল সুজিত-সহ তৃণমূল হেভিওয়েটদের বাড়ি
- শাহজাহানের গ্রেফতারিতে বিলম্ব! রাজ্যের ব্যাখ্যায় সন্তুষ্ট রাজ্যপাল