কলকাতা, 5 মে: নেতার কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ৷ সেই কনভয় আবার খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ এ নিয়ে তাঁকে কটাক্ষ করে টুইট করলেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ ৷ তিনি বিজেপি নেতার গ্রেফতারির দাবিও তুলেছেন ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরে 116 বি জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল ৷ চণ্ডীপুরে পেট্রল পাম্পের কাছে ওই যুবক রাস্তা পার হচ্ছিলেন ৷ সেই সময় দুর্ঘটনা ঘটে ৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর কনভয়ের প্রথম গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে ওই যুবকের মৃত্যু হয়েছে ৷ রাতভর রাস্তা অবরোধ করে শুভেন্দুর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখন স্থানীয়রা ৷ তাদের অভিযোগ, শুভেন্দুর কনভয়টি খুব দ্রুত গতিতে যাচ্ছিল ৷ তাই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যুবক ৷ এমনকী স্থানীয়দের দাবি, গাড়িটি ধাক্কা মেরে ঘটনাস্থলে না-দাঁড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
শুভেন্দুর এই দ্রুতগতিতে গাড়ি চালানো নিয়ে কটাক্ষ করেন কুণাল ঘোষ ৷ টুইটারে তিনি লেখেন, "চণ্ডীপুরে শুভেন্দুর কনভয়ে পিষ্ট হয়ে হত যুবক ৷ মানুষের বিক্ষোভ ৷ এর আগেও ওই জনবহুল রাস্তায় ওর দ্রুতগতির কনভয় নিয়ে জনবিক্ষোভ হয়েছে ৷ এর চেয়ে বড় পাপ, সেখানে দাঁড়িয়ে উদ্ধারে সাহায্য না করে পালিয়ে যাওয়া ৷ আসানসোলেও অঘটন ঘটিয়ে পালিয়েছিল ৷"পাশাপাশি তৃণমূলের এই মুখপাত্র, শুভেন্দুরও গ্রেফতারিও দাবি করেছেন ।
এর আগে গত জুলাই মাসে শুভেন্দু পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে কলকাতা ফিরছিলেন ৷ সেই সময় তাঁর কনভয়ের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ একটি গাড়ি দুমড়ে মুচড়ে যায় ৷ যদিও সেবার কারও প্রাণহানি হয়নি ৷ তিনি টুইট করে জানান, একটি বড় গাড়ির সঙ্গে তাঁর কনভয়ের সিআরপিএফ এসকর্ট গাড়ির ধাক্কা লেগেছে ৷ তবে ভগবান জগন্নাথের কৃপায়ে কেউ আহত হননি ৷ তিনিও বেঁচে গিয়েছেন এবং কোনও ভাবে আঘাত লাগেনি ৷ এবার শুভেন্দুর কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যুর অভিযোগ উঠল।
আরও পড়ুন: কেন শুভেন্দু অধিকারীর কনভয়ে বারবার দুর্ঘটনা ? জনস্বার্থ মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের