কলকাতা, 25 মে: এবিভিপি সদস্যদের দেশপ্রেম শেখাবেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ! এই খবর প্রকাশ্যে আসার পরই এই নিয়ে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে । আর এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ফের মহাগুরুকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । মিঠুন এবিভিপি-র পুরো নাম বলতে পারবেন কি না, সেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক । মিঠুনকে বিদ্রুপ করতে গিয়ে তিনি টেনে এনেছেন গোমাংস খাওয়ার প্রসঙ্গ ৷
বৃহস্পতিবার কুণাল ঘোষ বলেন, "মিঠুন চক্রবর্তী এবিভিপি-র পুরো নামটাই বলতে পারবেন না । চিরকুটে লিখে দিতে হবে । যা দেখে বারবার এবিভিপি নামটা তাঁকে বলতে হবে । ওদের সংগঠন অস্তিত্বহীন । ভিড় হয় না । ফলে একটা পুরনো ফিল্ম স্টারকে আনিয়ে ডিস্কো ড্যান্সারের গল্প শোনাবে । জিমি জিমি আজা আজা শোনাবে । আরএসএস-কে বলব, মিঠুনদার থেকে জেনে নিতে যে, তিনি বিফ খান কি না । তারপর যেন সিদ্ধান্ত নেওয়া হয় । মিঠুন চক্রবর্তী বক্তব্য রাখবেন, কী রাখবেন না !"
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ত্রিপুরা পর্যটনের মুখ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে কুণাল ফের খোঁচার সুরে বলেন, "ভালো অলরাউন্ডার সৌরভ । আমি দাদার ভক্ত । তাঁর প্রশ্নের মধ্যে তাঁর উত্তর লুকিয়ে আছে । নিশ্চয় তিনি এমন কিছু করছেন যার জন্য তাঁকে এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে । সৌরভ বাংলার গর্ব । কোনও বিতর্ক চাই না । ওনারই ভেবে দেখা উচিত কারওকে নিয়ে চর্চা হয় না, ওনাকে নিয়ে কেন হয় ।"
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মামলা করেছেন সে প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী আগে জবাব দিক কাঁথি পৌরসভাতে সুদীপ্ত সেনের পঞ্চাশ লক্ষ টাকা ঢুকেছে কি না । যদি ব্ল্যাকমেইল করে টাকা তোলে, তাহলে ওকে গ্রেফতার করা হোক ।