কলকাতা, 16 জানুয়ারি : হাওড়ার পুলিশ কমিশনার গৌরব শর্মাকে বদলি করা হল । তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল কুনার আগরওয়ালকে । তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটে যুগ্ম-কমিশনার হেডকোয়ার্টার হিসেবে কর্মরত ছিলেন । আর গৌরভ শর্মাকে দেওয়া হল এনফোর্সমেন্ট ব্রাঞ্চের DIG-র দায়িত্ব ।
হাওড়ার নতুন পুলিশ কমিশনার কুনাল আগারওয়াল - হাওড়া
হাওড়ার পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হল গৌরব শর্মাকে । দায়িত্ব দেওয়া হল কুনার আগরওয়ালকে ।
2006 ব্যাচের IPS কুনাল আগরওয়ালকে গতবছর মে মাসে বিধাননগর পুলিশে নিয়ে যাওয়া হয় । সেই সময় তিন দিনে তিনটি পদে পোস্টিং হয়েছিল তাঁর। বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বিস্তর । সেই কুনালকে দেওয়া হল হাওড়ার পুলিশ কমিশনারেটের দায়িত্ব । কুনাল আগরওয়ালের জায়গায় যুগ্ম-কমিশনার হেডকোয়ার্টার হলেন রণেন্দ্রনাথ ব্যানার্জি । তিনি DIG হেডকোয়ার্টার হিসেবে কর্মরত ছিলেন । তাঁর জায়গায় DIG হেডকোয়ার্টার পদে নিয়ে আসা হল পারুল কুশ জৈনকে । তিনি DIG ট্রেনিং হিসেবে কর্মরত ছিলেন ।
রাজ্য পুলিশে আরও বেশ কয়েকটি পদে পরিবর্তন হয়েছে । দিন কয়েক আগেই সুরেশ রাম ঝাঁঝাড়িয়াকে রেলের DIG-র দায়িত্ব দেওয়া হয়েছিল । তাঁকে ওই পদ থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল সোমা দাস মিত্রকে। তিনি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের DIG হিসেবে কর্মরত ছিলেন । আর সুরেশ রামকে দেওয়া হল স্পেশাল টাস্কফোর্সের DIG-র দায়িত্ব ।