কলকাতা, 10 অক্টোবর : দুর্গাপুজো প্রায় দোড়গোড়ায় কড়া নাড়ছে ৷ তারপরেই আনন্দে মেতে উঠবে আট থেকে আশি সকলেই ৷ করোনা প্যানডেমিকের প্রভাবে শুধু মানুষ নয়, সারা পৃথিবী একটা সময় থমকে গিয়েছিল। এই অবস্থাটা কাটিয়ে উঠে মানুষ আজ মুক্তির সন্ধান পাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন করে স্কুল-কলেজ খুলবে। স্কুলের বাচ্চারা 2 বছর বাড়িতে থাকার পর ফের স্কুলে পৌঁছোবে। সারা পৃথিবী জুড়েই মুক্তির স্বাদ পাচ্ছে মানুষ। গোটা পুজো মণ্ডপ জুড়েই এটাই এবার তুলে ধরেছে কুমোরটুলি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা। তাদের এবারের থিম "কলরব ৷"
পুজো কমিটির সদস্যরা খুবই আশাবাদী যে চলতি বছরের এই থিম উত্তর কলকাতা জুড়ে সারা জাগাবে। গোটা পুজো মণ্ডপটি থার্মকল দিয়ে তৈরি করা হয়েছে। কলরবের চিহ্নগুলি হাতের আঙ্গুলের মাধ্যমে তুলে ধরেছেন মণ্ডপ শিল্পীরা ৷ উদ্যোক্তাদের দাবি, কুমোরটুলি পার্কের পুজো সারা পৃথিবীর মধ্যে একটা পীঠস্থান। এখানে সারা পৃথিবীর মানুষজন আসেন। কুমোরটুলির দুর্গা প্রতিমা এখন রাজ্য ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে।