পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kumartuli: করোনার প্রকোপ কাটিয়ে ছন্দে ফিরছে কুমোরটুলি - করোনার খরা কাটিয়ে চওড়া হাসি কুমোরটুলির প্রতিমা শিল্পীদের মুখে

বিগত দু'বছর ধরে করোনার প্রকোপ কাটিয়ে কুমোরটুলির ছবিটা এবছর অনেকটা অন্যরকম ৷ অতিমারির ফলে সেরকমভাবে প্রতিমার বায়না না হওয়ায় মনমরা হয়ে পড়েছিলেন মৃৎশিল্পীরা (Kumartuli) ৷ এখন দেশে খানিক কমেছে করোনার প্রকোপ ৷ তাতেই এ বছর আশার আলো দেখছেন শিল্পীরা ৷

Kumartuli news
কুমোরটুলির প্রতিমা শিল্পীদের মুখে হাসি

By

Published : Jul 7, 2022, 7:12 PM IST

কলকাতা, 7 জুলাই: টানা দু'বছর করোনার প্রকোপ কাটিয়ে ফের পুরনো ছবি ফিরেছে কুমোরটুলিতে । সাধারণত পয়লা বৈশাখ থেকে টুকটাক প্রতিমার বায়না শুরু হয় । তবে এবার রথের দিনেই এবার দেখা গেল 2019-এর ছবি । একদিনে বাড়ির ঠাকুর ও বারোয়ারী মিলিয়ে বায়না হয়েছে প্রায় 400-র বেশি প্রতিমার । বায়নার এই সংখ্যা দেখেই শিল্পীদের মুখে হাসি ক্রমশ চওড়া হয়েছে ।

কুমোরটুলি মৃৎশিল্পী সমিতি সূত্রে খবর, রথের দিনেই 150টি বাড়ির ঠাকুর 250টি বারোয়ারী ঠাকুরের বায়না হয়েছে । 2019-2021, এই দু'বছর অতিমারি করোনা মুখের হাসি কেড়েছিল । সেই ছাপ পড়েছিল কুমোরটুলির স্টুডিওগুলিতেও । মুনাফা ঘরে তোলা নয়, পেট চালাতে নামমাত্র মূল্যে যে ক'টা অর্ডার মিলেছিল, কোনওভাবে সেই কাজই করছিলেন তাঁরা ।

আশার আলো দেখছেন মৃৎশিল্পীরা

আরও পড়ুন: কুমোরটুলি পার্কের এবারের থিম "কলরব"

সেই কালো দিন কেটেছে । স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন । বাড়তি পাওনা কলকাতার দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতি । আর তাতেই ফিরেছে 2019-র প্রাণোজ্জ্বল ছবি । এখন প্রতিদিন একের পর এক ক্লাব কর্তাদের আনাগোনা লেগেই রয়েছে পাড়ায় । গত দু'বছর রথে বায়না হয়নি বললেই চলে । এবার এখনই বেশ কয়েকজন শিল্পী বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছেন । 2019 সালে কুমোরটুলি থেকে 4 হাজার ঠাকুর হয়েছিল । 20-21 ছিল আড়াই হাজারের ধার কাছে । শিল্পীরা আশা করছেন এবার সব রেকর্ড ভাঙবে । 2019-কে ছাপিয়ে যাবে ।

For All Latest Updates

TAGGED:

Kumartuli

ABOUT THE AUTHOR

...view details