পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Koustav Bagchi: ডিএ ইস্যুতে একমঞ্চে কৌস্তভ-রাহুল ! - রাহুল সিনহা

উপলক্ষ ডিএ আন্দোলন (DA Agitation) ৷ তার জন্য রাহুল সিনহার সঙ্গে একমঞ্চে বসলেন কৌস্তভ বাগচী (Koustav Bagchi sharing stage with Rahul Sinha) ! এ নিয়ে কটাক্ষের সুর তৃণমূল নেতাদের গলায় ৷

Koustav Bagchi sharing stage with Rahul Sinha over DA Issue
এক মঞ্চে কৌস্তভ ও রাহুল

By

Published : Mar 5, 2023, 5:54 PM IST

কলকাতা, 5 মার্চ:এতদিন 'রাম-বাম ঘোঁট'-এর কথা বলতে শোনা গিয়েছে তৃণমূলের নেতা ও কর্মীদের ৷ আর এবার রাজ্য সরকারি কর্মীদের ডিএ আন্দোলনকে (DA Agitation) হাতিয়ার করে একমঞ্চে, একসারিতে বসলেন বিজেপি ও কংগ্রেসের দুই নেতা ! প্রথমজন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা এবং দ্বিতীয়জন আপাতত খবরে থাকা তরুণ কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী (Koustav Bagchi sharing stage with Rahul Sinha) ৷ স্বাভাবিকভাবেই এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না তৃণমূলীরা ৷

রবিবার ধর্মতলায় ডিএ আন্দোলনকারীদের মঞ্চে যোগ দেন কৌস্তভ ৷ সেই মঞ্চে বিজেপি নেতা রাহুল সিনহাকেও দেখতে পাওয়া যায় ৷ সভামঞ্চ থেকে কৌস্তভ বলেন, "রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন বলেছিলেন, যে সরকারের ডিএ দেওয়ার ক্ষমতা নেই, তার সরকারে থাকারও কোনও অধিকার নেই ! তাহলে, আপনিও চেয়ার থেকে নেমে যান মমতা বন্দ্যোপাধ্যায় ! যে সরকার মানুষের কথা ভাবে, সেই সরকারের ডিএ দিতে কোনও অসুবিধাও হয় না ৷" অর্থাৎ রাজ্যের বর্তমান সরকার যে আমজনতার কথা ভাবে না, তেমনই বার্তা দেওয়ার চেষ্টা করেছেন কৌস্তভ ৷ তাঁর অভিযোগ, "ডিএ দেওয়ার ক্ষমতা নেই ৷ অথচ, খেলা, মেলা, উৎসবের জন্য সরকারের কাছে টাকা রয়েছে ৷ কিন্তু, ক্ষমতায় থাকতে হলে সরকারি কর্মীদের ডিএ দিতেই হবে ৷"

এদিনের মঞ্চ থেকে দুর্নীতি ইস্যুতেও রাজ্যের সরকার ও শাসকদলকে নিশানা করেন কৌস্তভ ৷ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে উদ্দেশ করে বলেন, "আপনার নেতারা মানুষকে লুটেপুটে খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছেন ! রাজ্যের এক মন্ত্রী জেলেও আছেন ৷ শুনেছি তিনি এত খাওয়া খেয়েছেন যে উঠে হাঁটাচলাও করতে পারছেন না ! আপনি যদি আপনার নেতা, মন্ত্রীদের লুটেপুটে খাওয়া একটু বন্ধ করতে পারেন, তাহলে দেখবেন কেন্দ্রীয় হারের থেকেও বেশি হারে সরকারি কর্মচারীদের ডিএ দিতে পারছেন !"

আরও পড়ুন:'বাংলায় শাসকের আইন চলছে', কৌস্তভ ইস্যুতে মন্তব্য বিজেপি সাংসদের

নিজের মাথা কামানোর প্রসঙ্গ তুলেও এদিন হুঙ্কার দেন কৌস্তভ ৷ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কৌস্তভ বাগচীকে চেনেন না ৷ আমি এমনি এমনি ন্যাড়া হইনি ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করেই ছাড়ব ! যেদিন আমার মাথায় চুল উঠবে সেদিনই রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন ৷"

তবে কৌস্তুভ বাগচীকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ৷ তৃণমূল সাংসদ শান্তনু সেন এই প্রসঙ্গে বলেন, "কৌস্তভ বাগচী আজ নিজেকে 'হিরো' ভাবছেন ৷ তিনি এত বড় নেতা নন যে তাঁর বক্তব্যের জবাব দিতে হবে ৷ তবে তৃণমূলের বিরুদ্ধে যেতে গিয়ে বিজেপি ও কংগ্রেস নিজেদের নীতি, আদর্শ ভুলে একমঞ্চে এসেছে ! বাম, বিজেপি, কংগ্রেস আজ এক সব হয়ে গিয়েছে !"

ABOUT THE AUTHOR

...view details