পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Medical College: মেডিক্যাল কলেজের আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার বার্তা কৌশিক সেনের - কৌশিক সেন

কলকাতা মেডিক্যালের (Kolkata Medical College) আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন অভিনেতা তথা নাট্যকার কৌশিক সেন ৷ আলিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়াও রবিবার আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার কথা জানান ৷

Etv Bharat
কৌশিক সেন

By

Published : Dec 11, 2022, 10:48 PM IST

মেডিক্যাল কলেজের আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিলেন কৌশিক সেন

কলকাতা, 11 ডিসেম্বর: তিনদিন পেরিয়ে গেলেও মেলেনি সুরাহা । কলকাতা মেডিক্যাল কলেজে এখনও অনশনে পড়ুয়ারা । আর এই পরিস্থিতিতে রবিবার তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন নাট্যকার তথা অভিনেতা কৌশিক সেন (Koushik Sen Message to Stand by the Agitating Students of Kolkata Medical College)।

তিনি পড়ুয়াদের উদ্দেশ্যে একটি ভিডিয়ো বার্তা দিয়ে বলেন, "তৃণমূল কংগ্রেস এবং কলেজ কর্তৃপক্ষ একটি নোটিশ দিয়েছিল যেখানে বলা হয় আগামী 22 ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচন হবে । কিন্তু তারপর যখন তাঁরা নিজেরা বুঝতে পারেন যে এই নির্বাচনটা হলে তাঁরা হেরে যেতে পারেন, তখন তাঁরাই এই ভোটটা হতে দিচ্ছেন না । ভোট হতে না-দেওয়া অগণতান্ত্রিক একটা কাজ। নিজেদের পরাজয় বুঝে যখন এই কাজটা করছেন । এটা কখনও একটা ভালো বার্তা নয় । এর বিরুদ্ধাচারণ করে ছাত্র-ছাত্রীরা বেশ কিছুদিন ধরে অনশন করছেন । বহু পড়ুয়াই অসুস্থ হয়ে পড়েছেন । আমি একজন অভিনেতা তথা নাট্যব্যক্তি ও সাধারণ মানুষ হিসেবে এর বিরোধিতা করছি, আন্দোলনকারীদের পাশে রয়েছে । সব থেকে বড় কথা যাঁরা আন্দোলন করছেন তাঁরা আমাদের প্রাণ বাঁচান তো তাঁদের সুস্থতা সবার আগে দরকার । তাই কর্তৃপক্ষকে অনুরোধ করব তাঁরা যেন চট করে আন্দোলন তুলতে পারে এমন একটা আলোচনা করুন ।"

আরও পড়ুন :মেডিক্যাল কলেজে অচলাবস্থা অব্যাহত, নবান্নের সাহায্য চাইল কর্তৃপক্ষ

এছাড়াও রবিবার কলকাতা মেডিক্যাল কলেজের আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে আসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়া । নির্বাচনের দাবিতে এই আন্দোলনে পাশে রয়েছেন বলে জানান তাঁরাও ৷ এমনকি সোমবার একটি চিকিৎসক কনভেনশনের ডাকও দিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা ৷ পাশাপাশি মঙ্গলবার ছাত্র-ছাত্রী ও নাগরিকদের নিয়ে এটি মিছিলেরও আয়োজন করেছেন তাঁরা ।

অন্যদিকে এই মঙ্গলবারই স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে কলেজ কাউন্সিল ও চার পড়ুয়ার সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে । তবে অবশেষে সেই বৈঠকে পড়ুয়ারা যোগ দেবেন কি না, তা নিয়ে রয়েছে প্রশ্ন ।

আরও পড়ুন :অব্যাহত মেডিক্যাল কলেজের পড়ুয়াদের অনশন, মঙ্গলের বৈঠকে যোগদান নিয়ে ধোঁয়াশা

ABOUT THE AUTHOR

...view details