কলকাতা, 12 সেপ্টেম্বর : নামী ইংরেজি দৈনিকে পাতাজোড়া বিজ্ঞাপন উত্তরপ্রদেশ সরকারের ৷ বিরাট ছবিতে আশ্বাসের হাত নাড়ছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Advt) ৷ তাঁর হাত ধরে উন্নয়নের জোয়ারে উত্তরপ্রদেশ আমূল বদলে গিয়েছে বলে দাবি করে বিজ্ঞাপনে সরকারের স্তুতি ৷ কিন্তু সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরতে যে ছবিটি প্রকাশিত হয়েছে গোল বাধল তা নিয়েই ৷
কারণ যোগীর উন্নয়নের প্রমাণ দিতে ব্যবহার করা ছবিটি আসলে বাংলার ৷ স্পষ্ট দেখা যাচ্ছে মা ফ্লাইওভার, ইএম বাইপাস ও তার সংলগ্ন নামী হোটেলগুলি ৷ এমনকী কলকাতার অন্যতম হলুদ ট্যাক্সিও দেখা গিয়েছে ফ্লাইওভারের উপর ৷ এই ঘটনায় বিজেপিকে বিঁধতে এক মুহূর্ত দেরি করেনি রাজ্যের শাসকদল ৷
একে চুরি বলেই কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি সেই বিজ্ঞাপনের ছবি টুইট করে কটাক্ষের সুরে লিখেছেন, "যোগী আদিত্যনাথের কাছে উত্তরপ্রদেশের রূপান্তরের অর্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলার পরিকাঠামোর ছবি চুরি করা এবং সেগুলিকে নিজের বলে চালানো ! বিজেপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি যে রাজ্যে, সেখানেই ডাবল ইঞ্জিন মডেল কুৎসিতভাবে ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে এবং এটা সবার কাছে স্পষ্ট হয়ে গেল !"
আরও পড়ুন:Gujarat CM : গুজরাতের মসদনে এবার কে ?
যোগীর বিজ্ঞাপন নিয়ে সরব হয়েছেন তৃণমূলের অন্য নেতারাও ৷ মহুয়া মৈত্র টুইটে তীব্র কটাক্ষ করে লিখেছেন, "উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে রয়েছেন ঠগি যোগী, যেখানে কলকাতার মা ফ্লাইওভার, আমাদের জেডব্লিউ ম্যারিয়ট ও আমাদের ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সিও দেখা যাচ্ছে ৷ নিজের আত্মার পরিবর্তন করুন, নয়তো অন্তত আপনার বিজ্ঞাপনী সংস্থাকে পরিবর্তন করুন গুড্ডুজি ৷" এই মন্তব্য করার জন্য নয়ডায় তাঁর বিরুদ্ধে এফআইআরও করা হতে পারে বলে বিদ্রুপ করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ ৷
এই বিজ্ঞাপন কেলেঙ্কারি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দেগেছেন তৃণমূল নেতা মুকুল রায় ৷ তিনি টুইটে লিখেছেন, "মিস্টার নরেন্দ্র মোদিজি এতটাই অসহায় হয়ে পড়েছেন যে, মুখ্যমন্ত্রীদের না-বদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন ও পরিকাঠামোর ছবিকে ব্যবহার করে তা নিজেদের বলে চালানোর পথ বেছে নিয়েছেন ৷"