কলকাতা, 28 মে : আজ রসনাপ্রিয় বাঙালির ভূরিভোজের দিন । জামাইষষ্ঠীর দিন শাশুড়ি মায়েরা জামাই বাবাজির পাতে তুলে দেন হরেক রকম মিষ্টি । কিন্তু এবছর আর মিষ্টি কোথায় ? লকডাউনের জন্য বন্ধ কলকাতার নামীদামি মিষ্টির দোকানগুলি । তাই এবার অন্তত জামাইয়ের পাতে পছন্দসই মিষ্টি তুলে দিতে পারছেন না শাশুড়িরা ।
উত্তর কলকাতার বিখ্যাত মিষ্টিপাড়া অঞ্চলে পরপর রয়েছে কলকাতার আদি ঐতিহ্যবাহী মিষ্টির দোকানগুলি । কিন্তু লকডাউনের ফলে সম্পূর্ণভাবে বন্ধ মিষ্টিপাড়া। এই এলাকাতেই রয়েছে নকুড় নন্দী ও গিরিশ চন্দ্রের মতো মিষ্টির দোকান । বন্ধ রয়েছে নলিনচন্দ্র দাস, সুবোধ মল্লিক, সাধন চন্দ্র মল্লিক, কালীচরণ এর মতো উত্তর কলকাতার জনপ্রিয় মিষ্টির দোকানগুলি । শুধু তাই নয়, রসগোল্লার আবিষ্কর্তা নবীন চন্দ্র দাস মিষ্টির দোকানও বন্ধ রয়েছে । তালিকায় পড়ছে চিত্তরঞ্জন, KC দাসের মতো অতি জনপ্রিয় মিষ্টির দোকানগুলিও । অবশ্য এর মধ্যেও সরকারি নির্দেশিকা মেনে দু'-একটি দোকান খোলা রয়েছে । উত্তর কলকাতার আরও একটি বিখ্যাত মিষ্টির দোকান হল গাঙ্গুরাম অ্যান্ড সন্স । সরকারি নির্দেশিকা মেনে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দোকান খোলা রাখছে তারা । দোকানের কর্ণধার জানান, "পরিষ্কার-পরিছন্নতা মেনেই তাঁরা মিষ্টি তৈরি করছেন । তবে লকডাউনের ফলে আর্থিক মন্দা দেখা দিয়েছে । ফলে, সাধারণ মানুষের হাতে টাকা পয়সা কম থাকায় বিক্রি-বাটাও কমেছে । তবে জামাইষষ্ঠীর দিন স্পেশাল কিছু মিষ্টি তৈরি করেছেন তাঁরা ৷ যদিও পরিমাণ থাকবে গতবছরের থেকে কম ।"