পশ্চিমবঙ্গ

west bengal

Dominique Lapierre: বিষাদেও ফুল ছড়িয়েছেন! কলকাতার হৃদয়ে চিরকালীন আনন্দনগরী'র 'রূপকার'

By

Published : Dec 6, 2022, 10:56 PM IST

‘লা সিটি ডে লা জোয়ে’ (La Cite De La Joie)। যার ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় 'দ্য সিটি অফ জয়' (City of Joy) । ল্যাপিয়েরের (Dominique Lapierre) উপন্যাসের শিরোনামই পরবর্তীতে হয়ে ওঠে কলকাতার ডাকনাম ।

Kolkata will remember Dominique Lapierre
Kolkata will remember Dominique Lapierre

কলকাতা, 6 ডিসেম্বর: সিটি অফ জয় । বাংলায় আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায় আনন্দনগরী । উৎসব-মুখর কলকাতার জুতসই ডাকনাম । সোমবার সন্ধেয় খানিকের জন্য হলেও আনন্দনগরী কলকাতা বদলে গিয়েছিল বিষাদনগরীতে। সপ্তাহের প্রথম দিনেই প্রয়াত হয়েছেন 'আনন্দনগরী'র রূপকার ডমিনিক ল্যাপিয়ের (Dominique Lapierre Passes Away) । মৃত্যুকালে পদ্মভূষণপ্রাপ্ত এই ফরাসি লেখকের বয়স হয়েছিল 91 বছর (Padma Bhushan awardee Dominique Lapierre)৷

সালটা 1985 । ফরাসি সাহিত্যিকের কলম থেকে বেরিয়েছিল এক কালজয়ী উপন্যাস, ‘লা সিটি ডে লা জোয়ে’ (La Cite De La Joie)। যার ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় 'দ্য সিটি অফ জয়' (City of Joy)। ল্যাপিয়েরের উপন্যাসের শিরোনামই পরবর্তীতে হয়ে ওঠে কলকাতার ডাকনাম । আর উপন্যাসটি এখনও তিলোত্তমার ঐতিহাসিক দলিল (Kolkata will remember Dominique Lapierre ) ।

আরও পড়ুন:সিটি অফ জয়ের লেখক পদ্মভূষণ ডমিনিক ল্যাপিয়েরের জীবনাবসান

আনন্দনগরী শিরোনামে এই বইয়ে যদিও কোথাও কলকাতার উচ্ছ্বাসের বর্ণনা নেই । আছে আনন্দের শহরে বিষাদের নিঃশব্দ পদচারণার কথা, রয়েছে কলকাতার অন্ধকার দিকের আলোকোজ্জ্বল বর্ণনা । একটি বস্তির ওপর ভিত্তি করে আবর্তিত হয়েছে গল্পের প্রেক্ষাপট । ঘুরেফিরে এসেছে এক রিকশাচালকের জীবনযুদ্ধ ।

কলকাতার হৃদয়ে চিরকালীন আনন্দনগরী'র 'রূপকার'

আরও পড়ুন: সিটি অব জয় নিয়ে রাজনীতি করা হয়েছিল, ডমিনিক ল্যাপিয়েরের প্রয়াণে প্রতিক্রিয়া রুদ্রপ্রসাদের

সময় বদলেছে । বদলায়নি কলকাতার অন্তরালের ছবিটা । বদলায়নি প্যাট্রিক সুয়েজ, পলিন কলিন্স, ওম পুরি, শাবানা আজমি অভিনীত 'সিটি অব জয়' সিনেমার প্রতি তিলোত্তমাবাসীর মুগ্ধতা । বদলায়নি ল্যাপিয়েরের প্রতি অনুরাগ । আগামীতেও ঠিক পাঠকের মননে চলবে তাঁর পদচারণা । ঠিক যেভাবে চলবে হাজারি পাল'দের জীবন-জীবিকার লড়াই । ঠিক যেভাবে দিনযাপনের বিষাদেও আনন্দে উদ্বেল হবে সিটি অব জয় ।

ABOUT THE AUTHOR

...view details