কলকাতা, 6 ডিসেম্বর: সিটি অফ জয় । বাংলায় আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায় আনন্দনগরী । উৎসব-মুখর কলকাতার জুতসই ডাকনাম । সোমবার সন্ধেয় খানিকের জন্য হলেও আনন্দনগরী কলকাতা বদলে গিয়েছিল বিষাদনগরীতে। সপ্তাহের প্রথম দিনেই প্রয়াত হয়েছেন 'আনন্দনগরী'র রূপকার ডমিনিক ল্যাপিয়ের (Dominique Lapierre Passes Away) । মৃত্যুকালে পদ্মভূষণপ্রাপ্ত এই ফরাসি লেখকের বয়স হয়েছিল 91 বছর (Padma Bhushan awardee Dominique Lapierre)৷
সালটা 1985 । ফরাসি সাহিত্যিকের কলম থেকে বেরিয়েছিল এক কালজয়ী উপন্যাস, ‘লা সিটি ডে লা জোয়ে’ (La Cite De La Joie)। যার ইংরেজি তর্জমা করলে দাঁড়ায় 'দ্য সিটি অফ জয়' (City of Joy)। ল্যাপিয়েরের উপন্যাসের শিরোনামই পরবর্তীতে হয়ে ওঠে কলকাতার ডাকনাম । আর উপন্যাসটি এখনও তিলোত্তমার ঐতিহাসিক দলিল (Kolkata will remember Dominique Lapierre ) ।
আরও পড়ুন:সিটি অফ জয়ের লেখক পদ্মভূষণ ডমিনিক ল্যাপিয়েরের জীবনাবসান