আগামী 24 ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গে - দক্ষিণ 24 পরগণা
আগামী 24 ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।
কলকাতা , 5 এপ্রিল : আগামী 24 ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় । ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে । ঝোড়ো হাওয়া চলতে পারে দু-একটি জায়গায় । 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ।
আজ কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে । কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 78% ও সর্বনিম্ন 24%।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের মাঝামাঝিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই । অসম সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কালবৈশাখির সম্ভাবনা আছে আগামী কয়েকদিনে । পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শিলাবৃষ্টি অথবা তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর উপত্যকা এলাকায় ।