কলকাতা, 4 নভেম্বর: চলতি সপ্তাহের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলায় চলতি সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আট অক্টোবরের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আন্দামান ও নিকোবরের কাছে তৈরি হয়েছে একটি নিম্নচাপ । সেই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে উঠবে । আগামী তিন-চার দিনে এই নিম্নচাপ শক্তিশালী হলে তার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
সপ্তাহ শেষে দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা, উত্তর শুকনোই - west bengal weather
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন আকাশ সাধারণত পরিষ্কার থাকবে । শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যেই তাপমাত্রা কমতে শুরু করেছে । তবে খুব বেশি তাপমাত্রা কমবে না ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন আকাশ সাধারণত পরিষ্কার থাকবে । শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । পশ্চিমের জেলাগুলোতে ইতিমধ্যেই তাপমাত্রা কমতে শুরু করেছে । তবে খুব বেশি তাপমাত্রা কমবে না । প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে । বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে রাতের তাপমাত্রা সামান্য কমবে । উত্তরবঙ্গের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে । বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
কলকাতাতে আকাশ আংশিক মেঘলা থাকবে । দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘন্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রী বেশি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ।