কলকাতা, 7 জুলাই: রাজ্যে খুলে গিয়েছে স্কুল ৷ ফিরেছে আবার সেই চেনা ছবি । স্কুলের সামনে অভিভাবকদের ভিড় । ইউনিফর্ম পড়ে কচিকাচা ও বড়রা চলেছে স্কুলে । তবে এর সঙ্গেই ফিরেছে স্কুল শুরু আর ছুটির সময় রাস্তায় চরম যানজটের ছবি ৷
শহরের যেসব রাস্তায় একাধিক স্কুল রয়েছে সেই রাস্তায় ট্রাফিক সামাল দিতে গিয়ে একেবারে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে । করোনা পর থেকেই বহু অভিভাবক স্কুল বাস বা স্কুলের পুলকারে বাচ্চাদের পাঠাতে কিছুটা ভয় পাচ্ছেন । তাই ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সিতে করেই স্কুল যাচ্ছে পড়ুয়ারা । এর ফলে রাস্তায় সার দিয়ে ট্রাফিকে আটকে থাকছে একাধিক গাড়ি ৷ ওদিকে ঘড়িতে স্কুলে ঢোকার সময় প্রায় ছুঁইছুঁই । অগত্যা অভিভাবকরা বাচ্চাকে নিয়ে গাড়ি থেকে নেমে স্কুলের দিকে হাঁটতে থাকছেন । ট্রাফিক পুলিশকে সাহায্য করার জন্য বেশ কয়েকটি স্কুলের উঁচু ক্লাসের ছাত্ররাও স্কুলের সামনে ভিড় সামাল দিচ্ছে ।
এটি শুধু একদিনের ঘটনা নয় । স্কুল খোলা থাকলে প্রতিদিনই থাকছে মারাত্মক এই যানজট । এর ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী বাকি মানুষদেরও পোহাতে হচ্ছে সীমাহীন কষ্ট । তাই এহেন পরিস্থিতিকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে এবার কলকাতা ট্রাফিক পুলিশ এবং পরিবহণ দফতরের তরফে বেশ কয়েকটি স্কুলের সামনে পোস্টার লাগানো শুরু করেছে । পোস্টারে অভিভাবকদের অনুরোধ করা হয়েছে তাঁরা যেন ব্যক্তিগত গাড়ি না-এনে পুলকারে বাচ্চাদের স্কুলে পাঠান (kolkata traffic police posters in front of schools to use pool car)।