পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'শাহী' সভামুখী গেরুয়া শিবির, অবরুদ্ধ রাস্তা চিহ্নিত করল লালবাজার

Traffic Control for Amit Shah Meeting: অমিত শাহের সভা রয়েছে আজ কলকাতায় ৷ সকাল থেকেই বিজেপি কর্মী-সমর্থকরা কলকাতামুখী ৷ রেকর্ড ভিড়ের আশা করছে বঙ্গ বিজেপি ৷ রাস্তায় যানজট ও যাত্রী হয়রানি এড়াতে কী ব্যবস্থা নিল লালবাজার ? কীভাবে নিয়ন্ত্রণ করা হবে ট্রাফিক ব্যবস্থা ? জানুন ৷

Etv Bharat
শাহী সভায় শহরে যানজট এড়াতে প্রস্তুত লালবাজার ট্রাফিক কন্ট্রোল বোর্ড

By ETV Bharat Bangla Team

Published : Nov 29, 2023, 9:46 AM IST

কলকাতা, 29 নভেম্বর: আজ দুপুর বারোটা নাগাদ কলকাতায় পা রাখছেন অমিত শাহ । বিজেপির দাবি, এই শাহী সমাবেশে এবার রেকর্ড সংখ্যক ভিড় হতে চলেছে মহানগরে । যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে ৷ ভিক্টোরিয়া হাউজের সামনে সভামঞ্চের জন্য অফিস টাইমে নাকাল হতে পারেন সাধারণ যাত্রীরা । তবে এই হয়রানি থেকে সাধারণ মানুষকে দূরে রাখতে বদ্ধপরিকর লালবাজার ট্রাফিক বিভাগ ।

লালবাজার সূত্রের খবর, যানজট ছড়াতে পারে এমন বেশ কয়েকটি রাস্তাকে চিহ্নিত করে সেখানে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে । এই সকল যানজটপ্রবণ রাস্তাগুলির মধ্যে অন্যতম হল হাওড়া ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু, এসএন ব্যানার্জি রোড, শিয়ালদা ও কলেজস্ট্রিট চত্বর । শহরে যাতে কোনওরকমের ট্রাফিকের হয়রানিতে সাধারণ মানুষকে না পড়তে হয় তার জন্য অন্যান্য দিনের থেকে অতিরিক্ত সংখ্যক ট্রাফিক সার্জেন্ট আজ রাস্তায় নামানো হচ্ছে । যানজট নিয়ে ইতিমধ্যেই কলকাতা ট্রাফিকের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করবে হাওড়া ও বিধাননগর ট্রাফিক পুলিশ ।

সকাল থেকেই হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাওড়া স্টেশনে ভিড় জমিয়েছেন ৷ সেখান থেকে সঙ্গবদ্ধ হয়ে ভিক্টোরিয়া হাউজের কাছে পৌঁছবেন তাঁরা । ফলে হাওড়া ব্রিজের উপর ট্রাফিক বা যান চলাচলে খানিকটা প্রভাব পড়বে । এর পাশাপাশি ব্রাগন রোড, স্ট্র্যান্ড রোড ও বাবুঘাট চত্বরেও বাড়তি পুলিশই নজরদারির বন্দোবস্ত করা হয়েছে ।

এছাড়াও কলেজ স্ট্রিটের একাধিক জায়গায় থাকছেন একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক । তার নেতৃত্বে থাকছেন সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইন ইনচার্জ-সহ একাধিক ট্রাফিক সার্জেন্টরা । সব মিলিয়ে গোটা কলকাতার ট্রাফিক ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে চলে তার জন্য ইনচার্জে রয়েছেন কলকাতা পুলিশের একজন যুগ্ম নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিক । এছাড়াও যাতে কোনওরকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরারা লালবাজারে বসেই ব্যাকপ্যাকের মাধ্যমে শহরের ভিড় দেখে অবস্থা বুঝে ব্যবস্থা নেবেন ।

আরও পড়ুন :

ABOUT THE AUTHOR

...view details