কলকাতা, 15 নভেম্বর:কলকাতায় যত দিন যাচ্ছে বাড়ছে লোক সংখ্যা (Kolkata Municipal Corporation)। ফলে পৌরনিগমের জনস্বাস্থ্য পরিষেবার উপর চাপ বাড়ছে পাল্লা দিয়ে । সেই চাপ কমাতে ও স্বাস্থ্য পরিষেবার মান বজায় রেখে আরও বেশি নাগরিকদের কাছে পৌঁছতে এ বার মূল স্বাস্থ্যকেন্দ্রের (Satellite Health Centres) সহায়ক আরও একটি করে স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র তৈরি হচ্ছে কলকাতায় । এই স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্রের প্রথমটি হতে চলেছে 3 নম্বর ওয়ার্ডে ।
কলকাতার জনসংখ্যা এখন প্রায় 50 লাখের কাছাকাছি । এ দিকে ওয়ার্ড বিন্যাসে জনসংখ্যার ব্যাপক তারতম্য । কোনও ওয়ার্ড বড় তো কোনও ওয়ার্ড ছোট । ফলে কেন্দ্রের নিয়মে প্রতি 50 হাজার জনসখ্যার মাথাপিছু একটি করে স্বাস্থ্যকেন্দ্রের নিয়ম রয়েছে ৷ কলকাতা পৌরনিগমের নির্বাচনের আগে নাগরিকদের আরও উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার অঙ্গীকার করেছিল তৃণমূল কংগ্রেস । সেই লক্ষ্য পূরণে এ বার তারা চাইছে 15-20 হাজার লোকপিছু একটি করে স্বাস্থ্যকেন্দ্র থাকুক ।
আরও পড়ুন:কলকাতার জল সমস্যা মেটাতে ধাপায় নয়া প্রকল্প, কাজ শুরু ডিসেম্বরে
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, আগামী তিন বছরে কলকাতায় এই রকম সহায়ক স্বাস্থ্যকেন্দ্র বা স্যাটেলাইট হেলথ সেন্টার তৈরি হবে আরও 153টি । ফলে মোট স্বাস্থ্যকেন্দ্র হবে 297টি । প্রাথমিক ভাবে প্রতি ওয়ার্ডে কাউন্সিলরদের জমি চিহ্নিত করতে বলা হয়েছিল । প্রথম ধাপে 68টি এমন সেন্টার বানানো হবে বলে পরিকল্পনা নেওয়া হয় । তবে এতগুলি ওয়ার্ডে জমি পাওয়া যায়নি । আর্থিক কারণে খানিক পিছিয়ে আসতে হয়েছে । তাই ধরা হচ্ছে চলতি অর্থবর্ষে 20টি মতো সেন্টার তৈরি করা যেতে পারে । ইতিমধ্যেই 17টি সেন্টার তৈরির টাকা এসেছে । আরও 5টি আসবে । এক আধিকারিকের কথায়, দিন দিন জনসংখ্যা বাড়ছে । তাই একটি স্বাস্থ্যকেন্দ্রে সকলকে সঠিক ভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হয়ে উঠছে না । আবার বড় ওয়ার্ডে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়াটাও সমস্যা । তাই আরও একটি করে সহায়ক স্বাস্থ্যকেন্দ্র জরুরি ।
যে সমস্ত জায়গায় জমি পাওয়া গিয়েছে সেই ওয়ার্ডগুলি হল, 3, 9, 10, 14, 69, 65, 69, 90, 86, 71, 79, 82, 95, 108, 115, 131, 139, 126, 21, 58, 75, 78 ওয়ার্ড ।