পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Airport Metro Station: কাজ প্রায় শেষ, শীঘ্রই চালু হবে বিমানবন্দর মেট্রো স্টেশন; খুঁটিনাটি একনজরে - বিমানবন্দর মেট্রো স্টেশন

কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে ৷ শীঘ্রই চালু হবে অতি প্রতীক্ষিত বিমানবন্দর মেট্রো স্টেশন (Airport Metro Station)৷ কী কী থাকছে এই মেট্রে স্টেশনে ? খুঁটিনাটি দেখে নিন একনজরে ৷

Airport Metro Station ETV Bharat
বিমানবন্দর মেট্রো স্টেশন

By

Published : Mar 17, 2023, 1:24 PM IST

কলকাতা, 17 মার্চ: অবশেষে কলকাতা পেতে চলেছে অতি প্রতীক্ষিত বিমানবন্দর মেট্রো স্টেশন (Airport Metro Station)। অপেক্ষা আর মাত্র কয়েক দিনের । এমনটাই জানা গিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের থেকে । এই স্টেশনটি তৈরি হয়ে গেলে শহরের নানা প্রান্ত থেকে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়াটা একেবারে কয়েক মিনিটের ব্যাপার হয়ে দাঁড়াবে ।

বিশ্বের অন্যান্য উন্নত এবং আধুনিক শহরগুলিতে বিমানবন্দরে পৌঁছনোর জন্য বিভিন্ন গণপরিবহণ মাধ্যমের পাশাপাশি পাওয়া যায় মেট্রো বা টিউব পরিষেবা (Kolkata Metro News)। তবে শহর কলকাতায় এই প্রথমবার চালু হতে চলেছে এ হেন পরিষেবা । মেট্রোর ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া থেকে শুরু হয়ে বিমানবন্দর হয়ে বারাসত রুটের এই অংশের কাজ দীর্ঘ দিন ধরে চললেও এ বার তা সম্পূর্ণ হতে চলেছে । এই মেট্রো স্টেশনের কাজ প্রায় শেষের মুখে। দ্রুত চালু হয়ে যাবে এই স্টেশন ।

কাজ প্রায় শেষ বিমানবন্দর মেট্রো স্টেশনের

নোয়াপাড়া থেকে বারাসত প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের দৈর্ঘ্য 6.25 কিলোমিটার । এই অংশে থাকছে চারটি স্টেশন - নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড এবং বিমানবন্দর । এর মধ্যে শুধুমাত্র বিমানবন্দর স্টেশনটি মাটির তলায় থাকবে । মাটির থেকে প্রায় 14 মিটার নীচে অবস্থিত এই স্টেশনটি । প্রাথমিকভাবে এই অংশে যাত্রী পরিবহণ শুরু করা হবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ । তবে এই বিমানবন্দর স্টেশনে নিউ গড়িয়া থেকে আসা মেট্রো লাইন যুক্ত হবে ।

কী কী থাকছে এই স্টেশনে ? অত্যাধুনিক মানের এই মেট্রো স্টেশনে যাত্রী সুরক্ষার পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথাও মাথায় রেখে যাবতীয় জিনিস তৈরি করা হয়েছে । বিমানবন্দর মেট্রো স্টেশনে থাকছে 6 টি লিফট, 6 টি এস্কেলেটর এবং 6 টি সিঁড়ি । এর পাশাপশি থাকবে দুটি সাবওয়ে । এর মধ্যে একটি সাবওয়ে দিয়ে পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর এবং আর একটি দিয়ে সোজা পৌঁছে যাওয়া যাবে একেবারে যশোর রোড পর্যন্ত ।

বিমানবন্দর মেট্রো স্টেশন খুলবে শিগগিরই

আরও পড়ুন:মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পরীক্ষার দিনে দক্ষিণেশ্বর-কবি সুভাষ বাড়তি মেট্রো

মেট্রোর যে সাবওয়েটি আন্তর্জাতিক বিমানবন্দরকে বিমানবন্দর মেট্রো স্টেশনের সঙ্গে যুক্ত করা হয়েছে, তাতে থাকবে 170 মিটার ট্র্যাভেলেটর বা মুভিং ওয়াকওয়ে । এই ধরনের পরিষেবা কলকাতা মেট্রোরেল পরিষেবার ক্ষেত্রে এই প্রথমবার করা হবে । দুটি সাবওয়েতেই থাকছে তিনটি ইমারজেন্সি সিঁড়ি, যাত্রীদের জন্য তিনটি ওঠা নামা করার সিঁড়ি, এবং চারটি প্রবেশ ও বাহির পথ ।

এছাড়াও সাবওয়েতে চারটি চলমান সিঁড়ি এবং দুটি লিফট থাকছে । এই স্টেশনে থাকছে পাঁচটি প্ল্যাটফর্ম, একাধিক টিকিট কাউন্টার । যাত্রীদের জন্য বসার চেয়ার, পুরুষ, মহিলা ও বিশেষ ভাবে সক্ষমদের জন্য শৌচালয় রয়েছে । যাত্রীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে । থাকছে অগ্নিনির্বাপনের যাবতীয় ব্যবস্থা এবং থাকবে পাবলিক অ্যাড্রেসিং সিস্টেম ।

ABOUT THE AUTHOR

...view details