কলকাতা, 14 সেপ্টেম্বর : বাংলায় পুজোর শপিংয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে । এমনিতেই করোনার কারণে ব্যবসায়ীদের বিক্রিবাটা তেমন নেই । এই অবস্থায় শহর কলকাতার ব্যবসায়ীদের মুড আরও খারাপ করছে অকাল বৃষ্টি । যদিও সেপ্টেম্বরের বর্ষা এখন প্রতিবারের নিয়ম হয়ে গিয়েছে । শরৎ এলেও মরশুমী ক্যালেন্ডারে এ যেন ঘোর বর্ষাকাল । একে মহামারীর জন্য মানুষের বাইরে বেরোনো বহুলাংশে নিয়ন্ত্রিত । তার উপর দোসর হয়েছে বৃষ্টি ।
মঙ্গলবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার । সকাল থেকেই সূর্যের দেখা নেই । এরপর বেলা বাড়তেই দফায় দফায় শুরু হয় বৃষ্টি । আজ কলকাতা ও দুই 24 পরগনায় দফায় দফায় বৃষ্টি হয়েছে । কখনও ঝিরঝিরে আবার কখনও ভারী বৃষ্টির কারণে রাস্তায় জনসমাগম ছিল কম । শহরের বেশ কয়েকটি অংশ থেকে জল জমার খবর এসেছে । কয়েক ঘণ্টার বৃষ্টিতে ঠনঠনিয়া সংলগ্ন এলাকা, সেন্ট্রাল অ্যাভিনিউ-সহ বিভিন্ন জায়গায় জল জমে যায় । সকাল 8টা থেকে 12টা চার ঘণ্টায় কলকাতার বিভিন্ন প্রান্তে প্রায় 45 থেকে 48 মিলিমিটার বৃষ্টি হয় । উল্টোডাঙ্গায় চার ঘণ্টায় বৃষ্টি হয়েছে 50 মিলিমিটার ৷ বেলগাছিয়ায় 45 মিলিমিটার এবং মানিকতলায় 34 মিলিমিটার ৷
এছাড়া ধাপা লকগেটে 45 মিলিমিটার, পামার ব্রিজে 45 মিলিমিটার, বালিগঞ্জে 29 মিলিমিটার, ঠনঠনিয়াতে 35 মিলিমিটার ও যোধপুর পার্কে 36 মিলিমিটার বৃষ্টি হয়েছে । মোটের উপর কলকাতার সর্বত্রই কম বেশি বৃষ্টিপাত হয়েছে । শহরের চেনা জলছবির চেহারা আবারও প্রকট হয়েছে ।