কলকাতা, 1 অক্টোবর : একঝটকায় দেখলে মনে হবে কোনও আন্তর্জাতিক বিমান বন্দরের অত্যাধুনিক ওয়েটিং লাউঞ্জ ৷ কিন্তু আদতে তা নয় ৷ ওয়েটিং লাউঞ্জ তো অবশ্যই, কিন্তু তা বিমানবন্দরের নয় ৷ লকডাউনের মধ্যে এমন অত্যাধুনিক মানের অপেক্ষালয় তৈরি হল কলকাতা স্টেশনে ৷ যার নাম "সফর" ৷
রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন, রেলস্টেশনগুলির উন্নয়ন ও সংস্কারের দিকে বিশেষ নজর দেওয়া হবে ৷ তারই অঙ্গ হিসেবে নতুনভাবে সেজে উঠেছে শিয়ালদা স্টেশন ৷ যাত্রী স্বাচ্ছন্দের নানাবিধ আয়োজন চালু হয়েছে বিভিন্ন স্টেশনে । গতবছর পশ্চিমবঙ্গের অনেকগুলি স্টেশনে ওয়াই-ফাই চালু করা হয় । লকডাউনের মধ্যে এবার একইভাবে সেজে উঠল কলকাতা স্টেশন ৷ নর্থ বেঙ্গল ও পঞ্জাবের বহু ট্রেন ছাড়াও এই স্টেশন থেকে ছাড়ে বাংলাদেশগামী "বন্ধন" ও "মৈত্রী" ট্রেন । তাই এমন একটি আন্তর্জাতিক স্টেশনের জন্য অত্যাধুনিক মানের ওয়েটিং লাউঞ্জের খুব প্রয়োজন ছিল ৷ বিষয়টিকে মাথায় রেখে পূর্ব রেলের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে । লাউঞ্জ তৈরি ও রক্ষণাবেক্ষণের ভার দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে ৷
কলকাতা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পাশেই প্রায় চার হাজার বর্গফুট জায়গাজুড়ে তৈরি হয়েছে এই যাত্রী অপেক্ষালয় । লাইব্রেরি, বাচ্চাদের জন্য গেম জোন, শৌচালয়, মাসাজ চেয়ার, রিকলাইনার, বিছানা, ক্যাফেটেরিয়া, বেবি ফিডিং রুম, স্যাঁলো সহ বিভিন্ন পরিষেবা মিলবে এখানে । রেলের ইঞ্জিনের ধাঁচে তৈরি করা হয়েছে ক্যাফেটেরিয়াটি ৷ যেখানে 58টি আসন রয়েছে ৷ ট্রেন লেট থাকলে যাত্রীরা এখানে বসেই সময় কাটাতে পারবেন ৷ বাইরে খাবার যেমন খাওয়া যাবে তেমন এই ক্যাফেটেরিয়ায় মিলবে নানান খাবার ৷ রেল পরিষেবা পুনরায় চালু হওয়ার পর কলকাতা স্টেশনের এই পরিবর্তন দেখে যাত্রীদের তাক লাগবে তা বলাই যায় ৷
বিনামূল্য ব্যবহার করা যাবে বেবি ফিডিং রুম ওই বেসরকারি সংস্থার ইউনিট ইন-চার্জ শশীকান্ত জানা বলেছেন, "খুব কম মূল্যে মানুষ এই পরিষেবা পাবেন ৷ এখানে বসে বিশ্রাম নিতে হলে ও সঙ্গে শৌচালয় ব্যবহারের জন্য ঘণ্টায় 30 টাকা মূল্য ধার্য করা হয়েছে । মাসাজ চেয়ার ব্যবহার করতে গেলে দিতে হবে 200 টাকা ৷ বেবি ফিডিং রুম ব্যবহার করা যাবে বিনামূল্যে । তবে এখনও কিছুটা কাজ বাকি রয়েছে । আশা করছি, ফের ট্রেন পরিষেবা চালু হওয়ার আগেই সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে এই লাউঞ্জটি ।"