পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোয় পুলিশকে ভাড়ায় বাস দিতে নারাজ বেসরকারি বাস সংগঠনগুলি

প্রতিবছর কলকাতায় পুলিশ দুর্গাপুজো ও কালীপুজোয় মালিকদের থেকে ভাড়া নিয়ে বাস চালায় । বাস অধিগ্রহণের জন্য পুলিশ বিভাগের তরফে রিকুইজিশন করা হয় । কিন্তু এই বছর সেক্ষেত্রে না রাজ বাস সংগঠনগুলি ।

bus
কলকাতা

By

Published : Oct 3, 2020, 2:27 PM IST

কলকাতা, 3 অক্টোবর : পুজোয় পুলিশকে ভাড়ায় বাস দিতে রাজি নয় বেসরকারি বাস সংগঠনগুলি । প্রতিবার পুজোয় রিকুইজিশনে অনেক বেসরকারি বাস অধিগ্রহণ করে পুলিশ । ভিড় সামাল দিতে একাধিক পদক্ষেপ করা হয় । কিন্তু এই বছর অনেকদিন কাজ বন্ধ ছিল । কোরোনা পরিস্থিতি সমস্যায় ফেলেছে । ভাড়াও কম । তাই বাস ভাড়া দিতে রাজি নয় বাস সংগঠনগুলি । সঠিক ভাড়া পেলে ও অন্যান্য দাবি পূরণ হলে তারা বাস ভাড়ায় দিতে পারে ।

প্রতিবছর কলকাতায় পুলিশ দুর্গাপুজো ও কালীপুজোয় মালিকদের থেকে ভাড়া নিয়ে বাস চালায় । বাস অধিগ্রহণের জন্য পুলিশ বিভাগের তরফে রিকুইজিশন করা হয় । জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান , এমনিতেই এখন রাস্তায় বাসের সংখ্যা কম । অধিকাংশ বাসকর্মী কাজে আসতে পারছেন না । যাঁরা লকডাউনের পর বাড়ি গিয়েছিলেন, তাঁদের অনেকেই এখনও ফেরেননি । যাঁরা কাজে আসছেন তাঁরা কেউ বাসে থেকে কাজ করতে চাইছেন না । তাই সমস্ত দিক ভেবেই বিবেচনা করা হয়েছে । সরকারের কাছে আর্জি, এই বছর যেন কোনও বাস অধিগ্রহণ না করা হয় । এই বিষয়টি জানিয়ে দ্রুতই পরিবহন দপ্তরে চিঠি পাঠানো হবে ।

প্রতিবছর দুর্গাপুজোয় ভিড় সামাল দিতে সংশ্লিষ্ট এই সংগঠন থেকে 800টি বাস নেওয়া হয় । দীর্ঘ সময়ের জন্য বাসগুলি ভাড়া করা হয় । পুজোর সময় 24 ঘণ্টার জন্য 800 টাকা আর খোরাকি বাবদ 80 টাকায় বাস ভাড়া নেওয়া হয় । তবে নির্বাচনের সময় 24 ঘণ্টায় 1960 টাকায় বাস ভাড়া নেওয়া হয় । চালক ও কর্মীরা বাসেই থাকেন ।

অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় । তিনি বলেন, "পুজোর সময়, নির্বাচনের সময় বা অন্য কোনও সময় পুলিশের তরফে রিকুইজিশনের মাধ্যমে গাড়ি অধিগ্রহণ করা হয় । তবে জ্বালানি খরচ দেওয়া হয় না । চলতি বছর 7 জানুয়ারি পুলিশ ও পরিবহন আধিকারিকদের সঙ্গে বাস মালিকদের এই বিষয়টি নিয়ে একটি বৈঠক হয় । সেখানে মালিকরা বাস ভাড়া নেওয়ার বিষয় তাঁদের অভিযোগ ও দাবিগুলি জানান । পুলিশ ও প্রশাসনের তরফে তাঁদের দাবিগুলি পুনর্বিবেচনার আশ্বাস দেওয়া হয় । তবে এই বিষয়ে ফলাফল আমরা কিছুই জানতে পারিনি । এবার যদি বাস ভাড়া নেওয়ার বিষয়টি ওঠে, সেক্ষেত্রে ওই বৈঠকের গৃহীত রূপরেখা অনুযায়ী বাস ভাড়া দেব । না হলে বাস ভাড়া দিতে আমরা অক্ষম ।"

বৈঠকে বাস মালিকরা কয়েকটি দাবি পেশ করেন -

  • নির্বাচনের সময় যে ভাড়া দেওয়া হয় সেই ভাড়াতেই পুজোর সময় বাস নিতে হবে ।
  • জ্বালানি খরচ দিতে হবে ।
  • চালক ও কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ।
  • তাঁদের থাকার ব্যবস্থা করতে হবে ।
  • এক টানা অনেক দিনের জন্য বাসগুলি ভাড়া নেওয়া যাবে না ।

ABOUT THE AUTHOR

...view details