কলকাতা, 24 জুন :ভুয়ো আইএএস আধিকারিক কাণ্ডে তদন্তভার গেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে ৷ ইতিমধ্যেই কসবা থানায় ধৃত দেবাঞ্জন দেবকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা ৷
দেবাঞ্জনের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রী, যেমন ভুয়ো সরকারি কাগজপত্র, একটি নীলবাতি লাগানো গাড়িসহ একাধিক সামগ্রী পরীক্ষা করবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । বাজেয়াপ্ত হওয়া সামগ্রী পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার জন্য । পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে আর কোন কোন এলাকায় দেবাঞ্জন এই প্রকারের শিবিরের আয়োজন করেছিল ৷ কে তাকে এই সব কর্মকাণ্ডের জন্য টাকা ফান্ডিং করত? কোন কোন ব্যক্তিদের সঙ্গে তার ওঠাবসা ছিল ৷ এই সমস্ত দিক খতিয়ে দেখবেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ।
বুধবার অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী ও মন্ত্রী জাভেদ খানের তৎপরতায় পুলিশের জালে ধরা পড়ে ভুয়ো এই আইএএস আধিকারিক দেবাঞ্জন দেব । অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, "নিজেকে আইএএস আধিকারিক বলে পরিচয় দিয়ে টিকাকরণ শিবির চালাচ্ছিল অভিযুক্ত । আমি তার শিবির থেকে ভ্যাকসিন নিলেও, আমার কাছে সার্টিফিকেট সংক্রান্ত কোনও মেসেজ না আসায় আমার সন্দেহ হয় । পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি গোটাটাই ভুয়ো ।" এরপরেই মিমি চক্রবর্তী ও জাভেদ খানের অভিযোগে পুলিশ গ্রেফতার করে ওই ভুয়ো আইএএস আধিকারিককে ৷
আরও পড়ুন :ভুয়ো টিকাকরণ শিবির থেকে ধৃত ভুয়ো আইএএস আধিকারিক
প্রসঙ্গত, মঙ্গলবার কসবার রাজডাঙা এলাকার 107 নম্বর ওয়ার্ডে চলছিল টিকাকরণ শিবির ৷ ধৃত দেবাঞ্জন নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে এই শিবির চালাচ্ছিল ৷ পরে মিমি চক্রবর্তী ও জাভেদ খানের অভিযোগে দেবাঞ্জনকে গ্রেফতার করা হয় ৷