পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভুয়ো আইএএস কাণ্ডে তদন্তে নামল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ

দেবাঞ্জনের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রী যেমন ভুয়ো সরকারি কাগজপত্র, একটি নীলবাতি লাগানো গাড়িসহ একাধিক সামগ্রী পরীক্ষা করবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । বাজেয়াপ্ত হওয়া সামগ্রী পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার জন্য ।

দেবাঞ্জন দেব
দেবাঞ্জন দেব

By

Published : Jun 24, 2021, 12:24 PM IST

কলকাতা, 24 জুন :ভুয়ো আইএএস আধিকারিক কাণ্ডে তদন্তভার গেল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে ৷ ইতিমধ্যেই কসবা থানায় ধৃত দেবাঞ্জন দেবকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা ৷

দেবাঞ্জনের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রী, যেমন ভুয়ো সরকারি কাগজপত্র, একটি নীলবাতি লাগানো গাড়িসহ একাধিক সামগ্রী পরীক্ষা করবে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । বাজেয়াপ্ত হওয়া সামগ্রী পাঠানো হবে ফরেন্সিক পরীক্ষার জন্য । পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে আর কোন কোন এলাকায় দেবাঞ্জন এই প্রকারের শিবিরের আয়োজন করেছিল ৷ কে তাকে এই সব কর্মকাণ্ডের জন্য টাকা ফান্ডিং করত? কোন কোন ব্যক্তিদের সঙ্গে তার ওঠাবসা ছিল ৷ এই সমস্ত দিক খতিয়ে দেখবেন কলকাতা পুলিশের গোয়েন্দারা ।

বুধবার অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী ও মন্ত্রী জাভেদ খানের তৎপরতায় পুলিশের জালে ধরা পড়ে ভুয়ো এই আইএএস আধিকারিক দেবাঞ্জন দেব । অভিনেত্রী মিমি চক্রবর্তী বলেন, "নিজেকে আইএএস আধিকারিক বলে পরিচয় দিয়ে টিকাকরণ শিবির চালাচ্ছিল অভিযুক্ত । আমি তার শিবির থেকে ভ্যাকসিন নিলেও, আমার কাছে সার্টিফিকেট সংক্রান্ত কোনও মেসেজ না আসায় আমার সন্দেহ হয় । পরে আমি খোঁজ নিয়ে জানতে পারি গোটাটাই ভুয়ো ।" এরপরেই মিমি চক্রবর্তী ও জাভেদ খানের অভিযোগে পুলিশ গ্রেফতার করে ওই ভুয়ো আইএএস আধিকারিককে ৷

আরও পড়ুন :ভুয়ো টিকাকরণ শিবির থেকে ধৃত ভুয়ো আইএএস আধিকারিক

প্রসঙ্গত, মঙ্গলবার কসবার রাজডাঙা এলাকার 107 নম্বর ওয়ার্ডে চলছিল টিকাকরণ শিবির ৷ ধৃত দেবাঞ্জন নিজেকে আইএএস অফিসার পরিচয় দিয়ে এই শিবির চালাচ্ছিল ৷ পরে মিমি চক্রবর্তী ও জাভেদ খানের অভিযোগে দেবাঞ্জনকে গ্রেফতার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details