কলকাতা, 16 মার্চ : দোল উৎসবকে কেন্দ্র করে যাতে শহরে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সেদিন তৎপর থাকবে কলকাতা পুলিশ (Kolkata Police will patrol in the city on Holi to stop reckless biking) ।
সম্প্রতি কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে এই নিয়ে একটি বৈঠক হয় । সূত্রের খবর, ওই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল-সহ কলকাতা পুলিশের ন'টি ডিভিশনের ডিভিশনাল ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকরা ।
সেই বৈঠকে স্থির হয়, দোলের দিন শহরকে শান্ত রাখতে এবং শহরের কোনও জায়গায় যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিশেষ কর্তব্য পালন করবে প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জরা ।
আরও পড়ুন :Corbevax in Kolkata : কলকাতায় হল না 12-14 বছর বয়সিদের টিকাকরণ
ইতিমধ্যেই শহরের প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জের ইমেইল মারফত এই বার্তা লালবাজারের তরফে পাঠানো হয়েছে । জানা গিয়েছে, মূলত দোলের দিন শহরের বেপরোয়া বাইক আরোহীদের শায়েস্তা করতে রাজপথে নামবে কলকাতা পুলিশ । এর জন্য উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা সর্বত্রই অতিরিক্ত সার্জেন্ট পদমর্যাদার পুলিশ আধিকারিকদের রাস্তায় নামানো হবে বলে লালবাজার সূত্রে বলা হয়েছে ।
এছাড়াও দোলের উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘাটে, তার জন্য পার্কস্ট্রিট, মোহরকুঞ্জ, রবীন্দ্র সদন, যাদবপুর, গলফ গ্রিন, ধর্মতলা এবং শহরের বেশ কিছু বিনোদন পার্কের বাইরে বিশেষ কর্তব্য পালন করবে কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী উইনার্স টিম ।
আরও পড়ুন :CPIM State Conference : নেতৃত্বের সক্রিয়তার অভাব নিয়ে সরব হয়েও কর্মীদের প্রশংসায় সূর্যকান্ত
আরও জানা গিয়েছে, দোলের আগে থেকেই শহরের বিভিন্ন প্রান্তে চলবে বিশেষ নাকা চেকিংয়ে । শহরের সমস্ত জায়গার নাকা চেকিংয়ের দায়িত্বে থাকবেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন যুগ্ম কমিশনার পদমর্যাদার পুলিশ অধিকারীক । ফলে দোলযাত্রাকে কেন্দ্র করে যাতে শহরে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এবং আইন-শৃঙ্খলার অবনতি না হয়, তার জন্য বদ্ধপরিকর রয়েছে কলকাতা পুলিশ ।