কলকাতা, 19 নভেম্বর:কলকাতা পুলিশের (Kolkata Police) গাড়িতে আগুন (Vehicle Caught Fire) ! শনিবার ঘটনাটি ঘটে শিয়ালদা স্টেশন (Sealdah Station) লাগোয়া এলাকায় ৷ হঠাৎই কলকাতা পুলিশের একটি গাড়ি দাউ দাউ করে জ্বলতে শুরু করে ! দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে দাঁড় করিয়ে রাখা দু'টি মোটরবাইকেও ৷ প্রায় 45 মিনিট ধরে দু'টি বাইক এবং কলকাতা পুলিশের ওই গাড়িটি পুড়তে থাকে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ৷ এরপর ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী ৷ বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷ দিনের ব্যস্ত সময় এমন ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন পথচলতি মানুষ ৷
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় যে মোটরবাইক দু'টিতে আগুন লেগেছিল, সেই দু'টিই একেবারে ভস্মীভূত হয়ে যায় ৷ পুলিশের গাড়িটিও ভালো মতোই ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তবে, কী কারণে এভাবে গাড়িতে আগুন লাগল, সেটা আপাতত জানা যায়নি ৷ কলকাতা পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, চারচাকা গাড়িটিকে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে ৷ বিশেষজ্ঞরা গাড়িটির কলকবজা খতিয়ে দেখবেন ৷ তারপরই জানা যাবে এভাবে আগুন লাগার প্রকৃত কারণ ৷