পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cricket for covid awarness : করোনা সতর্কতায় ক্রিকেটীয় উদাহরণ কলকাতা পুলিশের, জেমিসন-মুমিনুলের ছবির ব্যবহার - Cricket for covid awarness

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি ৷ 6 ফুট 8 ইঞ্চি উচ্চতা সম্পন্ন দীর্ঘদেহী জেমিসনের সামনে দাঁড়িয়ে পাঁচফুট উচ্চতার মুমিনুল ৷ স্বভাবতই ছবি নেটিজেনদের হাসির খোরাক হয়েছিল (Cricket for covid awarness) ৷

covid awarness
covid awarness

By

Published : Jan 14, 2022, 11:06 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : পথ সুরক্ষার পর এবার করোনা সচেতনতা নিয়েও অভিনব পন্থা নিল কলকাতা পুলিশ ৷ সাধারণ মানুষকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সাবধান করতে ক্রিকেটীয় উদাহরণ দিল কলকাতা পুলিশ ৷ টুইটারে করোনা সতর্কতা সংক্রান্ত একটি পোস্টে নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন এবং বাংলাদেশের ব্যাটার মুমিনুল হকের ছবি ব্যবহার করেছে কলকাতা পুলিশ (kolkata police took cricketer Kyle Jamieson and Mominul Haque to create covid awarness) ৷

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি ৷ 6 ফুট 8 ইঞ্চি উচ্চতা সম্পন্ন দীর্ঘদেহী জেমিসনের সামনে দাঁড়িয়ে পাঁচফুট উচ্চতার মুমিনুল ৷ স্বভাবতই ছবি নেটিজেনদের হাসির খোরাক হয়েছিল ৷ ইতিমধ্যে এই ছবি নিয়ে অসংখ্য মিম তৈরি হয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেইসব মজার মিম চেটেপুটে উপভোগ করেছে নেটিজেনরা ৷ সেই ছবিকেই এবার ভাল উদ্যোগে কাজে লাগাল কলকাতা পুলিশ ৷ দেশ ও রাজ্য়ের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ নিয়ে সচেতন করতেই ছবিটি ব্যবহার করা হয়েছে ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : সামান্য কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু

নিজেদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই ছবিতে জেমিসনকে করোনার তৃতীয় ঢেউয়ের উদাহরণ হিসেবে দেখানো হয়েছে । অর্থাৎ যার আকার বৃহৎ। অন্যদিকে মাস্ক ছাড়া যাঁরা পথে বের হয় তাঁদের উদাহরণ দিতে মুমিনুলকে দেখানো হয়েছে ৷ অর্থাৎ, বৃহৎ করোনার তৃতীয় ঢেউয়ের সামনে যাঁরা মাস্ক ছাড়া রাস্তায় অবাধে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা খুবই ছোট ৷ ছবির মাধ্যমে এই বার্তাই বোঝানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details