কলকাতা, 14 জানুয়ারি : পথ সুরক্ষার পর এবার করোনা সচেতনতা নিয়েও অভিনব পন্থা নিল কলকাতা পুলিশ ৷ সাধারণ মানুষকে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সাবধান করতে ক্রিকেটীয় উদাহরণ দিল কলকাতা পুলিশ ৷ টুইটারে করোনা সতর্কতা সংক্রান্ত একটি পোস্টে নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন এবং বাংলাদেশের ব্যাটার মুমিনুল হকের ছবি ব্যবহার করেছে কলকাতা পুলিশ (kolkata police took cricketer Kyle Jamieson and Mominul Haque to create covid awarness) ৷
বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি ৷ 6 ফুট 8 ইঞ্চি উচ্চতা সম্পন্ন দীর্ঘদেহী জেমিসনের সামনে দাঁড়িয়ে পাঁচফুট উচ্চতার মুমিনুল ৷ স্বভাবতই ছবি নেটিজেনদের হাসির খোরাক হয়েছিল ৷ ইতিমধ্যে এই ছবি নিয়ে অসংখ্য মিম তৈরি হয়েছে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেইসব মজার মিম চেটেপুটে উপভোগ করেছে নেটিজেনরা ৷ সেই ছবিকেই এবার ভাল উদ্যোগে কাজে লাগাল কলকাতা পুলিশ ৷ দেশ ও রাজ্য়ের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ নিয়ে সচেতন করতেই ছবিটি ব্যবহার করা হয়েছে ৷