কলকাতা, 5 ফেব্রুয়ারি : মালিনওয়াঁ । আদি নিবাস বেলজিয়াম । ক্ষিপ্রতা ও হিংস্রতায় তার জুড়ি মেলা ভার । অপরাধের গন্ধ পায় সে । হাজার ভিড়ের মাঝেও চিনে নিতে পারে টার্গেটকে ৷ অ্য়ামেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তায় এরকমই প্রশিক্ষিত কুকুর রাখা রয়েছে । সেই প্রজাতির সারমেয় আসছে কলকাতায় । জঙ্গিদের হাত থেকে শহরবাসীকে নিরাপত্তা দিতে আনা হচ্ছে এই মালিনওয়াঁ বা বেলজিয়ান মালিনয়েজ় প্রজাতির কুকুর ।
অ্যামেরিকার প্রেসিডেন্টের নিরাপত্তা দেয়, সেই প্রজাতির কুকুর এবার কলকাতার নিরাপত্তায় - কলকাতা পুলিশ ডগ স্কয়্য়াড
বেলজিয়ান মালিনয়েজ় প্রজাতির সারমেয়দের বুদ্ধি ও কর্মক্ষমতা জার্মান শেফার্ড কিংবা ল্যাব্রাডরের থেকেও বেশি । আর্মি, CRPF এই বেলজিয়ান মালিনয়েজ় জাতের কুকুর জঙ্গিদের খোঁজার ক্ষেত্রে ব্যবহার করে ৷
বেলজিয়ান মালিনয়েজ় প্রজাতির সারমেয়দের বুদ্ধি ও কর্মক্ষমতা জার্মান শেফার্ড কিংবা ল্যাব্রাডরের থেকেও বেশি । কলকাতা পুলিশের ডগ স্কয়্যাডকে মূলত খুনের কিনারা বা ধ্বংসস্তূপ থেকে মানুষের দেহ উদ্ধার করতে ব্যবহার করা হতো । ড্রাগ উদ্ধারের ক্ষেত্রেও তাদের সাহায্য নিয়েছে কলকাতা পুলিশ । মূলত জার্মান শেফার্ড, ল্যাব্রাডর প্রজাতির কুকুর এতদিন পর্যন্ত ছিল কলকাতা পুলিশের ডগ স্কয়্যাডে । এবার যে 12 টি কুকুর হায়দরাবাদ থেকে কেনা হয়েছে সেগুলোও জার্মান শেফার্ড ও ল্যাব্রাডর । তাদের ট্রেনিংও শুরু হয়েছে । কলকাতা পুলিশের ডগ স্কয়্যাড সূত্রে খবর, এখনও পর্যন্ত বেলজিয়ান মালিনয়েজ় কেনা হয়নি ঠিকই তবে সিদ্ধান্ত পাকা । পরের ধাপে কেনা হবে 18 টি মালিনওয়াঁ বা বেলজিয়ান মালিনয়েজ় ।
এই প্রসঙ্গে কলকাতা পুলিশের ডগ স্কয়্যাডের এক কর্তা জানান, কলকাতা পুলিশ চাইছে জঙ্গি দমনে বিশ্বের প্রথম সারির কুকুর ব্যবহার করতে । আর্মি, CRPF এই জাতের কুকুর ব্যবহার করে ৷ কলকাতা পুলিশও তা ব্যবহার করার জন্য অনুমতি চেয়েছিল স্বরাষ্ট্র দপ্তরের । সেই অনুমতি মিলেছে । বরাদ্দ হয়েছে বাজেটও । তাই কলকাতা পুলিশের বিশেষ টিমে তাদের অন্তর্ভুক্তি এখন স্রেফ সময়ের অপেক্ষা ।