পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করবে কলকাতা পুলিশ - লালবাজার

8 জুলাই পঞ্চায়েত নির্বাচন ৷ সেখানে বাহিনীকে সাহায্য করবে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং ডিভিশনাল ডিসিদের সঙ্গেও একাধিকবার বৈঠক করেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

Etv Bharat
পঞ্চায়েত নির্বাচনে বাহিনীকে সাহায্য করবে কলকাতা পুলিশ

By

Published : Jun 30, 2023, 2:16 PM IST

কলকাতা, 30 জুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাহিনীকে সাহায্য করবে কলকাতা পুলিশ। যেহেতু কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের অন্তর্গত কলকাতা লেদার কমপ্লেক্স থানার একটি অংশ পঞ্চায়েত এলাকার আওতাধীন ৷ ফলে সেই জায়গায় কলকাতা পুলিশের বাহিনী মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রের খবর।

এছাড়াও উত্তর কলকাতার কাশীপুর, সিঁথি, চিৎপুর, টালা এবং শ্যামপুকুর থানার আধিকারিকরাও উত্তর চব্বিশ পরগনার পঞ্চায়েত এলাকায় বাহিনীকে কাজে সহযোগিতা করবেন বলে জানা গিয়েছে লালবাজার সূত্রে। এর জন্য কলকাতা পুলিশের বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন নগরপাল বিনীত গোয়েল। বিশেষ করে কলকাতা পুলিশের ব়্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা কাজ করবেন বলে প্রাথমিক স্তরে জানা গিয়েছে।

কলকাতা লেদার কমপ্লেক্স থানার একটি অংশ ভাঙর এলাকার মধ্যে অন্তর্ভুক্ত ৷ ফলে বাসন্তী হাইওয়ে থেকে শুরু করে ভাঙরের কিছুটা অংশে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করবে লালবাজার। এই বিষয়ে লালবাজার তরফে জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে বাহিনীকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং ডিভিশনাল ডিসিদের সঙ্গেও একাধিকবার বৈঠক করেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

লালবাজার সূত্রের খবর, এর জন্য প্রতিটি ডিভিশনের হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও কলকাতা লেদার কমপ্লেক্স থানার পঞ্চায়েতের এলাকায় যাতে বহিরাগতরা ভাঙরের দিকে প্রবেশ করতে না পারে তার জন্য তিলজলা ,তপসিয়া, প্রগতি ময়দান থানার আধিকারিকরা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপরে বিশেষ নজর রাখবেন।

আরও পড়ুন: 'মাথা নত করে ক্ষমা চাইতে হবে', ভোটের মুখে কর্মীদের নমনীয় হওয়ার পরামর্শ জ্যোতিপ্রিয়র

পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নকে ঘিরে অশান্ত হয়ে উঠেছিল ভাঙর ৷ বোমাবাজি, গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা ৷ মৃত্যুর ঘটনাও ঘটেছিল ৷ শুধু তাই নয়, দফায় দফায় অশান্তির সেই রেশ ধরাও পড়েছিল ৷ এমতাবস্থায়, নির্বাচনের দিনেও উত্তর 24 পরগনার বারুইপুর জেলা পুলিশের আওতাধীন ভাঙর এলাকায় অশান্তির আশঙ্কা করা হচ্ছে ৷ ফলে বাসন্তী হাইওয়ের উপরেও বিশেষ নজরদারি চালানো হবে বলে পুলিশ সূত্রের খবর। যেহেতু কাশিপুর-ভাঙর এলাকায় বাসন্তী হাইওয়ে এবং উত্তর 24 পরগনার নিউটাউন দিয়ে ঢোকা যায়, তাই নিউ টাউন এলাকাতেও বাড়তি নজরদারির ব্যবস্থা চালানো হবে বলে লালবাজার সূত্রে খবর।

ABOUT THE AUTHOR

...view details