কলকাতা, 30 জুন: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাহিনীকে সাহায্য করবে কলকাতা পুলিশ। যেহেতু কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের অন্তর্গত কলকাতা লেদার কমপ্লেক্স থানার একটি অংশ পঞ্চায়েত এলাকার আওতাধীন ৷ ফলে সেই জায়গায় কলকাতা পুলিশের বাহিনী মোতায়েন থাকবে বলে লালবাজার সূত্রের খবর।
এছাড়াও উত্তর কলকাতার কাশীপুর, সিঁথি, চিৎপুর, টালা এবং শ্যামপুকুর থানার আধিকারিকরাও উত্তর চব্বিশ পরগনার পঞ্চায়েত এলাকায় বাহিনীকে কাজে সহযোগিতা করবেন বলে জানা গিয়েছে লালবাজার সূত্রে। এর জন্য কলকাতা পুলিশের বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন নগরপাল বিনীত গোয়েল। বিশেষ করে কলকাতা পুলিশের ব়্যাপিড অ্যাকশন ফোর্স থেকে শুরু করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা কাজ করবেন বলে প্রাথমিক স্তরে জানা গিয়েছে।
কলকাতা লেদার কমপ্লেক্স থানার একটি অংশ ভাঙর এলাকার মধ্যে অন্তর্ভুক্ত ৷ ফলে বাসন্তী হাইওয়ে থেকে শুরু করে ভাঙরের কিছুটা অংশে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করবে লালবাজার। এই বিষয়ে লালবাজার তরফে জানানো হয়েছে, পঞ্চায়েত নির্বাচনে বাহিনীকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং ডিভিশনাল ডিসিদের সঙ্গেও একাধিকবার বৈঠক করেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।